পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিবাহ ডায়েরিজ় : জিতু-নবনীতার বিয়ের রিসেপশনে ETV ভারত - Nabanita Das

নববর্ষের দিনেই বাগদান পর্ব সেরে ছিলেন রিল ও রিয়েল লাইফ কাপল জিতু কমল এবং নবনীতা দাস। ৬ মে ছিল তাঁদের বিয়ে। আর আজ তাঁদের রিসেপশন। জিতু নবনীতার রিসেপশন থেকে সরাসরি ETV Bharat।

জিতু-নবনীতা

By

Published : May 8, 2019, 10:33 PM IST

দক্ষিণ কলকাতার উদিতা অ্যাপার্টমেন্টের 'উপলক্ষ্য' ব্যাঙ্কোয়েটে চলছে জিতু নবনীতার রিসেপশন পার্টি। গোলাপি লেহেঙ্গাতে সজ্জিত নববধূ নবনীতা প্রথমে এসে উপস্থিত হন। বিয়ের পর কী অনুভুতি হচ্ছে জিজ্ঞেস করায় নবনীতা বলেন, "দেখুন আমি চলে এসেছি। কিন্তু আমার বর এখনও আসেনি। আমার বর এখনও তৈরি হচ্ছে। মেয়েরা নাকি তৈরি হতে সময় নেয়, আমাকে দেখে কি তা মনে হচ্ছে?"

বিয়ের পর নবনীতা এটাও বলেন, " এই অনুভূতি খুব অন্যরকম। ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। আনন্দ যেমন হচ্ছে। টেনশনও হচ্ছে। কিন্তু আমি জানি জিতু সব সামলে নেবে।"

অন্যদিকে জিতু ETV Bharatকে বললেন, "খুব ভালো অনুভূতি হচ্ছে এই মুহূর্তে। অনেক দায়িত্ব বেড়ে গেল।"

তাহলে হানিমুনটা কোথায় করছেন নবদম্পতি? এই প্রশ্নের উত্তরে জিতু নবনীতা দুজনেই বললেন, "হানিমুন এখন সোজা তারাপীঠের সেটে! এখন একেবারেই সময় পাব না। অনেকদিন শুটিং থেকে ছুটিতে আছি। এবার কাজে ফেরার পালা।"



জিতু-নবনীতার রিসেপশনের এক্সক্লুসিভ ভিডিয়ো দেখুন

জিতু-নবনীতার রিসেপশনে

ABOUT THE AUTHOR

...view details