মুম্বই, 12 জুলাই : অপেক্ষা ছিল দীর্ঘদিনের ৷ অবশেষে মুক্তি পেল অজয় দেবগণের (Ajay Devgn) ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়ার ট্রেলার (Bhuj: The Pride Of India Trailer) ৷ দেশপ্রেম ও অ্যাকশনে ভরা ট্রেলার বেশ আশা জাগিয়েছে সিনেপ্রেমীদের মনে ৷
1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তৈরি অভিষেক দুধাইয়ার ফিল্ম ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া ৷ যুদ্ধের সময় ভূজ বায়ুসেনা ঘাঁটির ইন-চার্জ ছিলেন স্কোয়াড্রন লিডার বিজয় কুমার কার্নিক ৷ তাঁর চরিত্রই ফুটিয়ে তুলেছেন অজয় দেবগণ ৷ 3 মিনিট 20 সেকেন্ডের ভিডিয়োতে পাক সেনার সঙ্গে যুদ্ধ করতে দেখা গিয়েছে স্কোয়াড্রন লিডার ও তাঁর বাহিনীকে ৷ স্থানীয় গ্রামের 250-ও বেশি মহিলার সাহায্য নিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা বায়ুসেনা ঘাঁটি ৷ সুচারু কৌশল ও পরিকল্পনার দ্বারা বীরের মতো লড়াই করে পাকিস্তানকে পরাজিত করেছিলেন স্কোয়াড্রন লিডার বিজয় কুমার কার্নিক ও তাঁর টিম ৷
আরও পড়ুন:ছয় মাসে পা ভামিকার, একরত্তিকে আদরে ভরিয়ে দিলেন বিরুষ্কা