কলকাতা: পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায় ভোট দিলেন সেন্ট জ়েভিয়ার্স কলেজে, বেলা সাড়ে বারোটা নাগাদ। সঙ্গে এসেছিলেন তাঁর দিদি। বরাবর সেন্ট জেভিয়ার্স কলেজেই এই ভোট দিয়ে এসেছেন পরিচালক।
ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার মুখোমুখি হলেন সুদেষ্ণা। একটি বিশেষ বিষয়ে খুব খুশি সুদেষ্ণা। বললেন, "আমি ব্যালটে ভোট দিয়েছি। ইভিএমেও ভোট দিয়েছি। কিন্তু এবারের প্রক্রিয়া একেবারেই অন্যরকম। যাঁকে আমি ভোট দিয়েছি, সেটা যে তাঁর কাছে জমা পড়ল, তা স্পষ্ট দেখতে পেলাম। যাঁকে ভোট দিলাম, তাঁর ছবি ভেসে উঠল।"
দিদির সঙ্গে ভোট দিয়ে গেলেন সুদেষ্ণা রায় - undefined
আজ লোকসভা নির্বাচন সপ্তম ও অন্তিম দফার ভোট। দেশজুড়ে মোট সাত রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৯টি আসনে ভোট হচ্ছে। রাজ্য়ে কলকাতা সহ দুই পরগনার মোট ৯টি আসনে ভোট। আর এই ভোটদানে অংশ নিয়েছেন টলিউডের তারকারা।
সুদেষ্ণা রায়
আর কী বললেন সুদেষ্ণা? দেখুন ভিডিয়োয়...
TAGGED:
সুদেষ্ণা রায়