পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিগগিরিই হলে ফিরছে 'ভবিষ্যতের ভূত' - Bhobisater bhoot

আইনি লড়াইয়ে জিতে এবার হলে ফিরছে অনীক দত্তর 'ভবিষ্যতের ভূত'। আগামী ৫ এপ্রিল থেকে হতে পারে ছবির প্রদর্শনী।

ভবিষ্যতের ভূত

By

Published : Mar 28, 2019, 12:43 PM IST

কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশের পর খুব শিগগিরিই সিনেমা হলে ফিরতে চলেছে অনীক দত্তর ছবি 'ভবিষ্যতের ভূত' ছবিটি। ছবির প্রযোজক বিলি চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, " সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে রাজ্য সরকার। আমাদের ছবি 'ভবিষ্যতের ভূত' খুব শিগগিরই ফিরতে চলেছে হলে। সম্ভবত 5 এপ্রিল থেকে ছবির প্রদর্শনী শুরু হবে কলকাতার হলগুলিতে। আজ আমরা ভীষণ খুশি। বিশেষ করে খুশি এই কারণে, যে যাঁরা এই ছবিটি দেখতে চেয়েছিলেন, আমাদের সেই দর্শক ছবিটি দেখতে পাবেন।"


গত 15 ফেব্রুয়ারি মুক্তি পায় অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত'। কিন্তু আশ্চর্য বিষয়, মুক্তির পর দিনই হল থেকে সরিয়ে ফেলা হয় ছবিটি। টিকিট কেটেও দর্শক হলে এসে ফিরে যেতে বাধ্য হন। কারণ হিসেবে হল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণে ছবি দেখানো সম্ভব হচ্ছে না। তার পরে অবশ্য বলেন ওপরওয়ালার নির্দেশে ছবির প্রদর্শনী বন্ধ। সেন্সর বোর্ডের সমস্ত ধাপ বেরোনো একটি ছবি কীভাবে কেউ বন্ধ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

পরে জানা যায়, ছবি মুক্তির ক'দিন আগে পুলিশের তরফ থেকে একটি চিঠি যায় ছবির প্রযোজকের কাছে। বক্তব্য একটাই, যেহেতু ছবিটি একটি পলিটিক্যাল স্যাটায়ার। তাই তাঁদের আগে ছবিটি দেখানো হবে। এরকম কোনও নিয়ম নেই আগেই জানতেন ছবির প্রযোজক এবং পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা উন্নিনায়ার। যে কারণে তাঁরা আগেভাগে পুলিশকে ছবি দেখাতে রাজি হননি। যার ফলস্বরূপ ছবির প্রদর্শনী আটকে দেওয়া হয়।

কার নির্দেশে প্রদর্শনী আটকে দেওয়া হয় তা অবশ্য কিছুতেই জানা যায়নি। ছবির প্রদর্শনী বন্ধ হওয়া নিয়ে উত্তাল হয়ে ওঠে টলিউডের একাংশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় মিছিল করেন অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।
বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপও নেওয়া হয় প্রযোজকের তরফ থেকে।

পুলিশের জারি করা সেই বিবৃতিকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি হেমন্ত গুপ্ত। দু'দিন আগে আসা খবর অনুযায়ী, সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, ভবিষ্যতের ভূত নিষিদ্ধ নয়। হল মালিকদের জন্য অবিলম্বে রাজ্য সরকারকে এই বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আগামী শুনানির আগে রাজ্য পুলিশকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আরও আজ জানা যায়, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ যথাযথভাবে পালন করছে রাজ্য সরকার। 5ই এপ্রিল থেকেই হয়তো আপনার নিকটতম হলে প্রদর্শিত হবে বহু প্রতীক্ষিত 'ভবিষ্যতের ভূত'।

ABOUT THE AUTHOR

...view details