পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'অভিযাত্রিক' থেকে বাদ আরিফিন, কী বললেন পরিচালক শুভ্রজিৎ? - Bengali Film

'অভিযাত্রিক' ছবিতে অপুর চরিত্রে আর অভিনয় করছেন না আরিফিন শুভ। নতুন করে খোঁজা শুরু হয়েছে অপুকে।

অভিযাত্রিক

By

Published : May 14, 2019, 11:16 PM IST

Updated : May 15, 2019, 8:28 AM IST

কলকাতা : বাংলাদেশের অভিনেতা ফেরদৌস ও গাজী আব্দুন নুরের জন্য খুব বড় মূল্য চোকাতে হল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে। এই দুই অভিনেতা ভারতবর্ষে শুটিংয়ের কাজে এসে তৃণমূলের হয়ে চলতি লোকসভা ভোটের প্রচারে নেমেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এই কারণে ভারতের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ যায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই দুই ঘটনার জেরে ভুগতে হল শুভকেও।

আরও পড়ুন : 'অভিযাত্রিক'-এ অপুর চরিত্রে আফরিন শুভ, থাকছেন অর্পিতা চ্যাটার্জিও


ভিসা জনিত এই সমস্যার কারণে শুভ্রজিৎ মিত্রর 'অভিযাত্রিক' ছবি থেকে বাদ পড়লেন আরিফিন শুভ। এই প্রসঙ্গে শুভ্রজিৎ বললেন, " ভিসাজনিত সমস্যার কারণে আমরা আরিফিন শুভকে নিয়ে আর কাজ করতে পারলাম না। এখন নতুন করে অপু খোঁজা হচ্ছে। এই মুহূর্তে সেই কাজে অসম্ভব ব্যস্ত রয়েছি। সব ঠিক থাকলে, আগামীকাল থেকেই কলকাতায় শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এখন শুটিং পিছোতে হচ্ছে। বর না থাকলে তো আর বরযাত্রী যাওয়া যায় না। ঠিক করেছি থিয়েটার থেকে নতুন মুখ তুলে আনব। চারজনকে বেছেওছি অডিশনের জন্য। দেখি কী হয়!"

এই ঘটনা আরিফিনের কাছেও দুর্ভাগ্যজনক। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অপরাজিত' উপন্যাসের শেষ অংশের উপর ছবি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। সেখানে অপুর চরিত্রে অভিনয় করার কথা ছিল আরিফিন শুভর। যেই অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়ের পরিচালনায়। সেই কিংবদন্তি চরিত্রে আর অভিনয় করা হল না আরিফিনের।

Last Updated : May 15, 2019, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details