পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রুদ্রনীলকে ধান্দাবাজ বলে কটাক্ষ ভাস্বরের - রুদ্রনীল ঘোষ

ভবানীপুরে পরাজিত বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষকে ধান্দাবাজ বলে কটাক্ষ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায় ৷ রুদ্রনীলকে ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷

Bhaswar Chatterjee slams Rudranil Ghosh after his defeat in bengal election
রুদ্রনীলকে ধান্দাবাজ বলে কটাক্ষ ভাস্বরের

By

Published : May 4, 2021, 12:30 PM IST

কলকাতা, 4 মে: ভোটে জয়ের মুখ দেখতে পারেননি বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ ভবানীপুর কেন্দ্র থেকে তাঁকে প্রায় 29 হাজার ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তারপর থেকেই ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন বাম, তৃণমূল ঘুরে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা ৷ এ বার সোশ্যাল মিডিয়ায় তাঁকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন টালিগঞ্জের আর এক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায় ৷ রুদ্ধনীলকে ধান্দাবাজ বলে কটাক্ষ করেছেন তিনি ৷

ফেসবুকে কী লিখেছেন ভাস্বর ?

রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায়, পরাজিত হয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ এরপরই তাঁর উদ্দেশে ফেসবুকে ভাস্বর লেখেন, "রুদ্রনীল তোর জন্য...2007-এ তুই সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে বলেছিলি, আমি মিচকে শয়তান ৷ হতে পারে তোর চোখে আমি তাই, কিন্তু আমি এতদিন একটা কথাও মিডিয়াতে বলিনি তোর বিরুদ্ধে ৷ আজ বলি, আমি আর যা-ই হই তোর মতো ধান্দাবাজ নই ৷ তুই তো বড় মাপের অভিনেতা কিন্তু জানিস তো, অভিনেতা হোস বা নেতা, আগে ভালো মানুষ হতে হয় ৷ না-হলে লোকের মনোরঞ্জন বা মানুষের জন্য কাজ করবি কী করে ? তুই হেরে গিয়ে একদিকে তোর জন্য মঙ্গল হয়েছে...আত্মঅনুসন্ধান কর ৷ ভালো মানুষ হয়ে ওঠ...দেখবি নিজেকেই নিজের ভালো লাগবে ৷ দ্রুত সুস্থ হয়ে ওঠ ৷"

ভাস্বরের এই পোস্টটিতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে ৷ তবে রুদ্রনীলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে জয়জিত্ বন্দ্যোপাধ্যায়, অনিকেত চট্টোপাধ্যায়ের মতো পরিচিত মুখও ৷

আরও পড়ুন:কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট

পরাজয়ের পর শাসক দলকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছিলেন রুদ্রনীল ৷ তিনি লেখেন, "২১শের ভোট যুদ্ধ শেষ । মানুষের রায়ে আশাতীত সাফল্যে প্রথম স্থানে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি । সিপিএম ও কংগ্রেস শূন্য । জয়ী প্রার্থীদের অভিনন্দন । যাঁরা জয়ী হলেন না, তাঁদের পরিশ্রমকে কুর্নিশ । সব রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও কর্মীদের ভালবাসা জানাই । নির্বাচনে হার জিত থাকেই । ভবানীপুর কেন্দ্র থেকে আমায় হারিয়ে জয়ী হয়েছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় । ওঁনাকে অভিনন্দন । সদ্য রাজনীতিতে পা দিয়েই জয়ী হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক । দুজনকেই শুভেচ্ছা । আশা করব প্রথা পালটে তৃণমূল এঁদের স্বাধীনভাবে কাজ করতে দেবে এ বার । এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে । যে কোনও কেউ হারুন বা জিতুন, নতুন সরকারে যেন ফের দুর্নীতি না জেতে সেটাই কাম্য । জিতুক বাংলার সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ন, জিতুক বাংলার বেকারদের চাকরি পাওয়ার স্বপ্ন, জিতুক স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও পুলিশের শিরদাঁড়া । হারুক ক্ষমতার আস্ফালন আর গুন্ডামি । জিতুক বাংলার শরীর ও মন।"

ABOUT THE AUTHOR

...view details