পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বেস্ট বাংলা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 'এক যে ছিল রাজা'-র ঝুলিতে - 66th

66 তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট বাংলা ফিল্ম হিসেবে বেছে নেওয়া হল 'এক যে ছিল রাজা'-র নাম ।

এক যে ছিল রাজা

By

Published : Aug 9, 2019, 4:28 PM IST

Updated : Aug 9, 2019, 5:25 PM IST

কলকাতা : আজ 66 তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জয়ীদের নাম ঘোষণা করলেন ফিচার ফিল্মের প্রধান জুরিদের মধ্যে একজন রাহুল রওয়েল ।

ফিচার ফিল্মের মোট 31 টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় । মোট 15 টি ভাষার ফিচার ফিল্ম বেস্ট ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড জিতেছে । তারমধ্যে বেস্ট বাংলা ফিল্ম হিসেবে ন্য়াশনাল অ্যাওয়ার্ড পেল 'এক যে ছিল রাজা' ।

সৃজিত মুখার্জির পরিচালনায় 'এক যে ছিল রাজা'-তে মুখ্য চরিত্রে ছিলেন জিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, অপর্ণা সেন ।

Last Updated : Aug 9, 2019, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details