পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এস পি বালাসুব্রমনিয়মের মৃত্যুতে শোকপ্রকাশ বাংলার সংগীতশিল্পীদের - death indian singer

এস পি বালাসুব্রমনিয়মের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার সংগীতশিল্পীরা ।

asd
asd

By

Published : Sep 25, 2020, 2:57 PM IST

কলকাতা : চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন এস পি বালাসুব্রমনিয়ম । কোরোনায় আক্রান্ত হয়ে 5 অগাস্ট হাসপাতালে ভরতি হন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার সংগীতশিল্পীরা ।


হৈমন্তী শুক্লা : খবরটা শোনার পর আমি ভেঙে পড়েছি। শেষ কয়েকটা দিন বড় কষ্টে ছিলেন। অসম্ভব ভালো একজন আর্টিস্ট ছিলেন। কী একটা সময় পড়েছে, সব ভালো ভালো আর্টিস্টরা চলে যাচ্ছেন। এসব শুনলে মন খারাপ হয়ে যায়। সুব্রমনিয়মের গানের আমি খুব ভক্ত ছিলাম। লতা মঙ্গেশকরের সঙ্গে বেশ কয়েকটি গান তিনি গিয়েছিলেন। কতবার শুনেছি সেই গানগুলো। গুনগুন করেছি কতবার। মনটা একেবারে খারাপ হয়ে গেল।

অনুপম রায় : আজ একটা খুব দুঃখের দিন। এত সুরের একজন মানুষ চলে গেলেন আমাদের পৃথিবী ছেড়ে। শেষ কয়েক মাস বেশ অসুস্থই ছিলেন। হাসপাতালে খুব সংকটজনক অবস্থায় ছিলেন। এমন চমৎকার গানের ভান্ডার উনি রেখে গেলেন, সেই গানগুলির মধ্যে তিনি চির অমর হয়ে থাকবেন। ওঁর গাওয়া 'রোজা' ছবির গানগুলি আমার সবচেয়ে প্রিয়।

শ্রাবণী সেন : এর থেকে দুঃখের খবর আর কিছু হতে পারে না। তিনি আমার ভীষণ ভীষণ প্রিয় গায়ক। আমি তো ভাবছিলাম উনি সুস্থ হয়ে উঠবেন। নিশ্চয়ই বাড়তি কোনও জটিলতা সৃষ্টি হয়েছিল শরীরে, যে এভাবে চলে যেতে হল। সঙ্গীতজগতের জন্য বিরাট মনের মানুষকেও হারাল। আমি শুনেছিলাম, তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার দুর্ভাগ্য, যে দেখা হয়নি কোনওদিন। কিন্তু আমি ভীষণ ভক্ত ছিলাম। যতগুলো সফট গান গেয়েছিলেন সবকটাই আমার খুব প্রিয়।

ABOUT THE AUTHOR

...view details