পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোয়েটারে জড়ানো ফিল্মফেয়ার - film fare awards

ছবিতে ঈশা সাহার 'টুকুর' চরিত্রে অভিনয় নজর কেড়েছিল দর্শকদের ।

সোয়েটার
সোয়েটার

By

Published : Apr 1, 2021, 12:52 PM IST

কলকাতা, 1 এপ্রিল : তিনটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেল ঈশা সাহা অভিনীত সোয়েটার ছবিটি । প্রযোজক অনিমেষ ও সৌম্যর ছবি সোয়েটার । 5টি বিভাগে নমিনেশন থাকলেও অবশেষে তিনটি বিভাগে জয়ী হয় এই ছবি । পরিচালক শিলাদিত্য মৌলিক ।

সোয়েটারের চিত্রনাট্য সাড়া ফেলেছিল দর্শক মহলে ৷ ছবির মূল চরিত্র টুকু নামের এক সাধারণ মেয়ে ৷ যার মধ্যে বিশেষ কোনও প্রতিভা নেই ৷ এই কারণে টুকুকে অনেকে দেখতে এলেও তার বিয়ে হয় না ৷ অন্যদিকে তার বোন অনেক বেশি আধুনিকা ৷ এইভাবে চলতে চলতে একদিন এক পরিবার এসে তাকে পছন্দ করে ৷ কিন্তু টুকুর হবু শাশুড়িমা শর্ত দেয় তাকে ওই পরিবারের বউমা হতে গেলে সোয়েটার বানানো শিখতে হবে ৷ টুকু কি শেষ অবধি পারবে সোয়েটার বুনতে তাই নিয়েই ছিল এই ছবি ৷

আরও পড়ুন:রুপোলি পর্দায় ফিরছেন উত্তম কুমার

ছবিতে ঈশা সাহার 'টুকুর' চরিত্রে অভিনয় নজর কেড়েছিল দর্শকদের । ছবিতে লগ্নজিতার গাওয়া 'প্রেমে পড়া বারণ' গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ৷ অবশেষে সেই গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেলেন লগ্নজিতা ৷

ABOUT THE AUTHOR

...view details