পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করোনায় মৃত্যু সাধক বামাক্ষ্যাপার পরিচালকের, শোকস্তব্ধ সুদীপ্তা - director tutu basu dies of covid 19

দিন দশেক আগে করোনায় আক্রান্ত হয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন টুটু সিনহা ৷

tutu sinha
tutu sinha

By

Published : May 14, 2021, 7:05 PM IST

কলকাতা, 14 মে : টলিউডে ফের শোকের ছায়া ৷ করোনা কেড়ে নিল বাংলা সিরিয়ালের পরিচালক টুটু সিনহাকে ৷ সাধক বামাক্ষ্যাপা, তৃষ্ণা, সারদার মতো মেগা সিরিয়ালগুলি তাঁর সুনিপুণ পরিচালনায় আম বাঙালির মন জয় করেছিল ৷ বয়স হয়েছিল 60 বছর ৷

দিন দশেক আগে করোনায় আক্রান্ত হয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন টুটু সিনহা ৷ 10 দিনের লড়াইয়ের অবসান হল আজ ৷ টুটু সিনহার পরিচালনায় সাধক বামাক্ষ্যাপা সিরিয়াল পার করেছিল দেড় হাজার পর্ব । পরিচালকের প্রয়াণে শোকের ছায়া টলিউডে ৷ শোকস্তব্ধ টুটু সিনহার সঙ্গে অতীতে কাজ করা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন সুদীপ্তা ৷ প্রয়াত আশিস মিত্রকেও শ্রদ্ধা জানিয়েছেন সুদীপ্তা ৷

সুদীপ্তার চক্রবর্তীর পোস্ট

আরও পড়ুন : করোনা কাড়ল প্রখ্যাত প্যাথলোজিস্ট সুবীর দত্তকে

অভিনয় জীবনের শুরুর দিকে প্রয়াত পরিচালকের সঙ্গে কাজ করা সুদীপ্তা লিখেছেন, ‘‘আশিস মিত্র এবং টুটু সিনহা, এই দুজনের অধীনে টেলিভিশন জগতে অভিনয়ের শুরুর দিকে কাজ করেছি ৷ তাঁরা দুজনই আজ নেই ৷ কোভিড দু’জনকেই কেড়ে নিয়েছে ৷ আমি আজ যেখানে রয়েছি তার পিছনে তোমাদের অবদান অনেক ৷ এটা কখনও ভুলব না ৷ শান্তিতে থাকো তোমরা ৷ তোমাদের পরিবার ও বন্ধু বান্ধবদের ঈশ্বর শোক সহ্য করার ক্ষমতা দিক ৷"

ABOUT THE AUTHOR

...view details