কলকাতা, 27 অক্টোবর: মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত বাংলা ছবি ‘একান্নবর্তী’ (Ekannoborti) মুক্তি পাচ্ছে আগামী 19 নভেম্বর ।
দুর্গা পুজোর প্রেক্ষাপটে এক পরিবারের গল্প বলবে 'একান্নবর্তী'। গল্পের কেন্দ্রে আছে দুই বোন । একজন কিছু অর্জন করতে পেরেছে । অন্যজন কিছুটি করতে পারেনি । ফ্যাটশেমিংয়ের শিকার সেই কিছু অর্জন করতে না-পারা বোনের চরিত্রে অনন্যা সেন । আর দিদির চরিত্রে সৌরসেনী মৈত্র । আদ্যোপান্ত পারিবারিক এই ছবিতে ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা রায় । দুই বোনের মায়ের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য । রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী-সহ আরও অনেকে । সৌরসেনীর বিপরীতে দেখা যাবে গৌরবকে ।
আরও পড়ুন:Nusrat Yash: কাশ্মীরে যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট নুসরতের