পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কানস ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে বাংলা ছবি 'দোস্তজী' - prasun chatterjee

কান'স ফিল্ম ফেস্টিভালে জায়গা করে নিয়েছে বাংলা ছবি 'দোস্তজী'। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় । সামাজিক গল্পের উপর তৈরি এই ছবি ।

sdf
sdf

By

Published : Jun 16, 2020, 2:49 PM IST

Updated : Jun 18, 2020, 6:49 AM IST

কলকাতা : কান'স ফিল্ম ফেস্টিভালে জায়গা করে নিয়েছে বাংলা ছবি 'দোস্তজী'। ছবির পরিচালক দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা প্রসূন চট্টোপাধ্যায় । সামাজিক গল্পের উপর তৈরি এই ছবি ।

একটি সীমান্তবর্তী গ্রামে বাস করত দুই নাবালক । তাদের বন্ধুত্ব ও ছাড়াছাড়ি হওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে । এই চরিত্র দুটিতে অভিনয় করেছে আশিক শেখ ও আরিফ শেখ ।

.

2020-র কান চলচ্চিত্র উৎসবে 'ওয়ার্ক ইন প্রোগ্রেস' প্রোজেক্টের অংশ হিসেবে 'গোজ় টু কানস' বিভাগে মনোনীত হয়েছে এই ছবি । এর আগে 'ওয়ার্ক ইন প্রোগ্রেস' ছবি হিসেবে NFDC ফিল্ম বাজারের 'ফিল্ম বাজার রেকমেন্ডস' বিভাগেও ছিল । 7 বছর ধরে ছবিটি তৈরি করেছেন প্রসূন । তবে খুব সহজ ছিল না যাত্রাটা । প্রযোজক পেতেও সমস্যায় পড়েছিলেন । শেষে প্রসূন সহ প্রযোজক প্রজেনজিৎ রঞ্জন নাথ, সৌম্য মুখোপাধ্যায় এবং পরে তাইওয়ানের বাসিন্দা আইভি ইউ-হুয়া শেনের সাহায্যে ছবির সিংহভাগ কাজ সম্পন্ন হয় ।

24 মে সন্ধে । মুম্বইয়ের NFDC থেকে ফোন আসে প্রসূনের কাছে । জানানো হয় যে কান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে ছবিটি । সেখানে 'গোজ় টু কানস' বিভাগে 'ওয়ার্ক ইন প্রোগ্রেস' প্রোজেক্ট হিসেবে সারা পৃথিবী থেকে 20টি ছবিকে বাছা হয়েছে । তার মধ্যে রয়েছে 'দোস্তজী'। এছাড়াও রয়েছে তিনটি হিন্দি ছবি এবং একটি কন্নড় ছবি ।

.

প্রসূন বলেন, "ছবিটা পুরোপুরি তৈরি করা শেষ হয়নি । বার্লিন, ভেনিস, কানসের মতো চলচ্চিত্র উৎসবগুলি প্রতিবছরই 20-30টি এরকম সম্ভাবনাময় ছবিকে বেছে এনে ওদের ফেস্টিভালেই সেগুলো প্রথম দেখায় । দর্শক দেখতে পারে না । গ্লোবাল প্রফেশনালরাই পারেন দেখতে । কানের সময় অনুযায়ী 23 জুন বেলা 12টার সময়, কান ছবিটা রিভিল করবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, কিউরেটর ও প্রোগ্রামাদের সামনে ।"

2021-এ হলে ছবিটি রিলিজ় করার কথা ভাবছেন প্রসূন । ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার, ইউরোপিয়ান, নর্থ অ্যামেরিকান, রাশিয়ান প্রিমিয়ার ও বিভিন্ন আঞ্চলিক প্রিমিয়ার করবেন বলে ঠিক করেছেন তিনি । তারপর ভারতীয় প্রিমিয়ারও করবেন । এ প্রসঙ্গে প্রসূন বলেন, "প্রথমে মুম্বইতে প্রিমিয়ার হবে 'দোস্তজী'-র । তারপর কলকাতায় রিলিজ় করবে ।" কোনদিনও কোনও পরিচালককে অ্যাসিস্ট করেননি প্রসূন । পদার্থবিজ্ঞানের ছাত্র তিনি । সোহাগ সেনের নাট্যদলে টানা 4 বছর কাজ করেছেন । এরপর 2013 সালে লেখেন 'দোস্তজী'-র চিত্রনাট্য । বলেন, "7 বছর লাগল ছবিটা বানাতে । 2013 সালে চিত্রনাট্য লেখার পর টানা তিন বছর এমন কোনও প্রযোজক নেই, যাঁর কাছে যাইনি । সব জায়গাতেই খুব ভদ্রভাবে প্রত্যাখ্যাত হয়েছি । প্রথমে কেউ আমার স্ক্রিপ্ট শুনতেই রাজি হয়নি । জিজ্ঞেস করে, কাকে নিয়েছি ? আমার তো কাউকে নেওয়ার নেই, দুটো বাচ্চা । শটান বলেছে, 'কি গল্প তৈরি করছ'।"

.

তারপর 2017 থেকে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে । ক্রাউড ফান্ডিং নিয়ে খুব একটা সুফল না পেয়ে বেশ কয়েকজন হাত ধরেন প্রসূনের । শুরু হয় শুটিং । এডিটও করা হয় । নভেম্বরে ছবিটা জমা দেওয়া হয় NFDC ফিল্ম বাজারে । এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফিল্ম মার্কেট । এই প্ল্যাটফর্ম থেকেই তৈরি হয়েছে 'লাঞ্চবক্স', 'মান্টো', 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'তিতলি'-র মতো ছবি । প্রসূন বলেন, "ওখানেই ছবিটি ফিল্ম বাজার রেকমেন্ডস বিভাগে মনোনীত হয় । এবং সেটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট । সেখান থেকেই আন্তর্জাতিক এক্সপোজ়ার পেতে শুরু করে । আমি গোয়া থেকে ফেরার পর বিভিন্ন দেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে । NFDC থেকে ফেরার পর তাইওয়ান থেকে প্রোডিউসার পাই আমরা ।"

গ্রামের মানুষদের নিয়েই ছবিটি তৈরি করেছেন প্রসূন । শুটিং হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় । ছবির অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী কিশোর-কিশোরী । বলেন, "কানের গ্ল্যামারের থেকে এই লড়াইটা আমাকে বেশি টেনেছে । ভালো লাগছে । কিন্তু আলাদা করে বিরাট উত্তেজনা নেই । জার্নিটা সবে শুরু হল । অনেক পথচলা বাকি ।"

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 18, 2020, 6:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details