কলকাতা, 11 মে : করোনার টিকা নিয়েও রক্ষা নেই ৷ করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও আক্রান্ত হলেন বাংলা চলচ্চিত্রের পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ সামান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, মৃদু জ্বর রয়েছে পরিচালকের ৷ একই সঙ্গে স্বাদ, গন্ধ পাচ্ছেন না ৷ টিকা নেওয়ার পরও করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করান ৷ তাতেই ফল পজিটিভ আসে ৷ বর্তমানে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছেন সাথী, সঙ্গী, শ্মশুরবাড়ি জিন্দাবাদের মতো ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়া এই পরিচালক ৷ তাঁর অবস্থা স্থিতিশীল ৷ শরীরে অক্সিজেনের মাত্রা আপাতত ঠিক আছে ৷ তবে শরীর বেশ দুর্বল তাঁর ৷ এপ্রিলের শেষের দিকে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন হরনাথ চক্রবর্তী ৷