পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অসমবয়সি প্রেম 'আজব প্রেমের গল্পে' - আজব প্রেমের গল্প

এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন বনি-শ্রাবন্তী । ছবির নাম 'আজব প্রেমের গল্প'। বিষয়বস্তু, অসমবয়সি প্রেম ।

gh
gh

By

Published : Dec 24, 2019, 9:15 PM IST

কলকাতা : একটি জনপ্রিয় চ্যানেলের অরিজিনাল সিনেমা দেখানো হবে বড় পরদায় । ছবির নাম 'আজব প্রেমের গল্প'। অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি । এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন বনি-শ্রাবন্তী । পরিচালক রাজা চন্দ ।

ছবির বিষয়বস্তু, অসমবয়সি প্রেম । বয়সে বড় এক মহিলার প্রেমে পড়ে এক যুবক । এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "এই ধরনের প্রেম এখন প্রায়ই দেখতে পাওয়া যায় । ছবির এই বিষয় দর্শকদের ভালো লাগবে । ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনও বাধা নয় । ভালোবাসা ও ভালো থাকলেই হয় ।"

ইতিমধ্যেই ছবির একপ্রস্থ শুটিং শেষ হয়েছে । ছবিতে বনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন পল্লবী চ্যাটার্জি । আর বনিকে দেখা যাবে শ্রাবন্তীর বিপরীতে । বনি বলেন, "আমাদের প্রজন্ম এই প্রেমকে মেনে নিলেও দাদু, কাকা, বাবারা অনেক সময় মানতে চান না । তাঁরা মনে করেন এটা ভুল ।"

এই ছবিতে অভিনয় করা স্পেশাল বলে জানিয়েছেন পল্লবী । আর এই ছবিতে কাজ করে ভালো লেগেছে বলে জানিয়েছেন ছবির বাকি কলাকুশলীরা । একই কথা বলেছেন পরিচালক রাজা চন্দও । ছবিটি অসমবয়সের প্রেমকে সমাজের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে আশাবাদী তিনি ।

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details