হায়দরাবাদ, 27 নভেম্বর : তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না 2021 (Telangana Bengali Film Festival, Aayna 2021) ৷ হায়দরাবাদ বাঙালি সমিতির (Hyderabad Bangalee Samity) উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 2017 সালে ৷ গতবছর করোনা সংক্রমণের ফলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর এবছর আবার স্বমহিমায় কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরের প্রবাসী বাঙালিরা ৷ এই মঞ্চে মিলে যাচ্ছে বাংলা-তেলেঙ্গানার দুই ভিন্ন মেরুর সংস্কৃতি ৷
শুধু সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই নয়, করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত টলিউডের টেকনিসিয়ানদের পাশেও দাঁড়ানোর ভাবনা রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের ৷ করোনাকালে কলকাতার বিনোদন দুনিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জুনিয়র টেকনিসিয়ানরা ৷ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুমিত সেন ইটিভি ভারতকে জানান, ‘‘আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তেলেঙ্গানা সরকারই শুধু নয়, বেশ কিছু বেসরকারি সংগঠনকেও পাশে পেয়েছি ৷ তাদের কাছ থেকে যা ফান্ড আমরা পেয়েছি, তা থেকে আমরা কলকাতার টেকনিসিয়ানদের সাহায্য করতে চাই ৷’’