কলকাতা, 6 অক্টোবর: মুক্তি পেল বাংলা ব্যান্ড (Bengali Band) 'পৃথিবী'র (Prithibi) পুজোর গান (Durga Puja Song) 'শহরের গান' (Shohorer Gaan)। এই গানটি 2009 সালে একটি বাংলা স্বাধীন ছবির জন্য তৈরি করেছিলেন 'পৃথিবী'র ফ্রন্টম্যান কৌশিক চক্রবর্তী ।
'পৃথিবী' ব্যান্ডের কৌশিক চক্রবর্তী বানিয়েছিলেন 'শহরের গান'। একটি স্বাধীন ছবির জন্য গানটি বানিয়েছিলেন তিনি । কিন্তু ছবিটি মুক্তি না-পাওয়ায় বহু বছর গানটি খাতাবন্দি হয়ে পড়েছিল । কিন্তু সৃষ্টিকে কি খাতাবন্দি করে রাখা যায় ? এই পুজোতে শেষমেশ মুক্তি পেতে চলেছে গানটি ।
গানটির অডিয়ো ফরম্যাটের পাশাপাশি একটি অন্যরকমের মিউজিক ভিডিয়ো থাকবে । এটিকে মিউজিক্যাল শর্ট বললেও ভুল হবে না । তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সমর্পিতা চন্দ, দীপান্বিতা সিনহা এবং অরিত্র মুখোপাধ্যায় । সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সৌমাল্য মল্লিক । ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে রয়েছেন শুভম চক্রবর্তী । 5 অক্টোবর ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রিমিয়ার করা হবে এই মিউজিকাল শর্টটি ।
ব্যান্ডের বাকি সদস্য অনিরুদ্ধ মণ্ডল, অরুণাংশু বাগচী, গোবিন্দ (দীপ) ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং দীপায়ণ মৈত্র সকলে মিলে সঙ্গীতায়োজন করেছেন এই গানটির এবং অনবদ্য পারফরম্যান্সের ছাপ রেখেছেন গোটা গানটি জুড়ে ।