কলকাতা : দীর্ঘদিন ধরেই ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মানালি দে । টলি-টাউনে তাঁদের সম্পর্কের কথা কারও অজানা নয় । কবে বিয়ে করছেন ? আদৌ বিয়ে করছেন কিনা, তাই নিয়ে মানুষের কৌতূহল ছিল অনেকেরই । শেষমেশ সেই কৌতূহলের অবসান । আজ 15 অগাস্ট, স্বাধীনতা দিবসের দিনেই আইনিভাবে বিবাহ বন্ধনে বাঁধা পরলেন এই দুই লাভ বার্ড ।
একজন পরিচালক, অন্যজন অভিনেত্রী । একসঙ্গে কাজ করতে গিয়েই আলাপ হয়, সেখান থেকে বন্ধুত্ব, তারপর মন দেওয়া নেওয়া । প্রথমে লোকচক্ষুর আড়ালেই সম্পর্কটা দানা বেঁধেছিল । তারপর সকলে জানতে পারে । প্রেম কি আর লুকিয়ে রাখা যায় !
তবে এই প্রথম সম্পর্কে জড়াননি এই দুই তারকা । দু'জনেরই বিয়ে হয়েছিল ভিন্ন মানুষের সঙ্গে । মানালির সঙ্গে বিয়ে হয়েছিল গায়ক সপ্তক ভট্টাচার্যর । সেই বিয়ের হ্যাপি এন্ডিং হয়নি । অন্যদিকে অভিমুন্য বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা বোসকে । তাঁরও প্রথম বিয়ে সম্পূর্ণতা পায়নি । সময়ের ছন্দে জীবন এগিয়েছে । মানালিকে খুঁজে পেয়েছেন অভিমন্যু ।
সুখবর ! স্বাধীনতা দিবসের শুভ লগ্নে বিয়ে সারলেন অভিমুন্য-মানালি - bengali actress manali registry
স্বাধীনতা দিবসেই একে অপরের সঙ্গে আইনি ভাবে আবদ্ধ হলেন মানালি দে ও অভিমন্যু মুখোপাধ্যায় । ছবি এল ETV ভারত সিতারার কাছে ।
abhimanyu manali registry second marriage
মনের মিলে সম্পর্ক গাঢ় হয়ে ওঠে । সেই থেকে একসঙ্গে পথ চলতে শুরু করেছিলেন মানালি-অভিমন্যু । স্বাধীনতা দিবসেই আইনিভাবে আবদ্ধ হলেন তাঁরা একে অপরের সঙ্গে । মানালি আর অভিমন্যুকে নতুন জীবনের শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।