পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মালয়ালম ছবিতে অভিনয় করবেন বাঙালি অভিনেত্রী অনুশা - kolkata

অনেক বাংলা ছবিতে কাজ করার পর এবার মালয়ালম ছবিতে কাজ করার জন্য কেরালা পারি দিচ্ছেন বাঙালি অভিনেত্রী অনুশা বিশ্বনাথণ । যদিও ছবিতে একটি বাঙালি মেয়ের চরিত্রেই দেখা যাবে তাঁকে ।

অনুশা

By

Published : Sep 8, 2019, 3:37 PM IST

কলকাতা : ছবির নাম 'ইদি মাজহা কাট্টু' । ইংরেজি মানে 'থান্ডার রেইন উইন্ড' । ছবির পরিচালনা করছেন আম্বিলি এস রেঙ্গন । এই ছবিতেই একটি বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছেন বাংলার নতুন প্রজন্মের অভিনেত্রী অনুশা বিশ্বনাথণ । সেপ্টেম্বর থেকে কেরালাতে শুটিং শুরু হবে । 'ইদি মাজহা কাট্টু' অনুশার প্রথম মালয়ালম ছবি । এর আগে বাংলায় 'দুর্গা সহায়', 'ধনঞ্জয়', 'কিশোর কুমার জুনিয়র', 'গোয়েন্দা জুনিয়র'-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি ।

অনুশা জন্মসূত্রে অর্ধেক দক্ষিণ ভারতীয় । তাঁর ঠাকুরদা এন বিশ্বনাথণ দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত পরিাচলক । বাবা অশোক বিশ্বনাথণও পরিচালনার কাজ করেন । প্রথম দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত অনুশা বলেন, "আমি সুপার এক্সাইটেড । আমার চরিত্রর নাম সৌগতা । যদিও চরিত্রটা একজন বাঙালি মেয়ের । 23-24 বছর বয়স । একমাত্র বোনের খুব অসুখ । বোনের চিকিৎসা করানোর জন্য অর্থের প্রয়োজন । ভালো টাকার চাকরি করার জন্য সে যায় কেরালাতে । কেরলাতে এমন একটা কমিউনিটি আছে, যেখানে অনেক বাঙালি থাকে । আমার চরিত্র ঘটনাচক্রে সেখানে গিয়ে পৌঁছায় । অনেক কিছু ঘটে যায় তার জীবনে । একটা লাভ ইন্টারেস্টও আছে ছবিতে । এটা একটা কালচারাল মাইগ্রেশনের গল্প । চরিত্রটা বাঙালি হওয়ায় বেশি মালয়ালম শিখতে হচ্ছে না । পরিচালক আমাকে বেশ কয়েকটা মলয়ালি ছবি দেখতে বলেছেন । আর কালচারাল মাইগ্রেশন নিয়ে আমি রিসার্চ করছি ।"

কীভাবে চরিত্রটা এল অনুশার কাছে ? তিনি বলেন, "ওরা কলকাতায় কাস্টিং করছিল । ওদের সিনেমাটোগ্রাফার রূপেশ SRFTI-র ছাত্র । তারানাথ তান্ত্রিক, আড্ডাতে কাজ করেছে ও । ওর মাধ্যমেই ছবির টিমের সঙ্গে যোগাযোগ করি আমি ।"

ABOUT THE AUTHOR

...view details