দেব : এই লকডাউনে সাংসদ দেব বেশ তৎপরতার সঙ্গে নিজের কেন্দ্রকে সামলেছেন । তবে সিনেমা হল কবে খুলবে সেই নিয়ে তিনিও নিরুত্তর । তাই সোশাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রকে সিনেমা হল খোলার অনুমতি দিতে আর্জি জানালেন এই অভিনেতা-সাংসদ ।
নুসরত জাহান : যে ইন্ডাস্ট্রি কেন্দ্রকে সবচেয়ে বেশি কর প্রদান করে, আজ সেই ইন্ডাস্ট্রিই বন্ধ হওয়ার মুখে । মেনে নিতে পারছেন না নুসরত । সিনেমাকে বাঁচানোর জন্য সিনেমা হল খোলার প্রয়োজন, আর্জি অভিনেত্রী-সাংসদের ।