কলকাতা, 29 অক্টোবর: এ বার থেকে সিনেমা-সিরিয়ালের আউটোডোর শুটিং (Outdoor Shooting) করা যাবে ৷ জানাল রাজ্য সরকার । পাশাপাশি সিনেমা হলে 70 শতাংশ দর্শকের প্রবেশেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷
করোনার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল শুটিং । এরপর ধীরে ধীরে সেগুলির কাজ শুরু হয় । তবে এতদিন বন্ধ ছিল আউটডোর শুটিং । এবার তারও অনুমতি মিলল রাজ্য সরকারের তরফে । কোভিড বিধি মেনে করা যাবে আউটোডোর শুটিং । 1 নভেম্বর থেকে একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । তার মধ্যে এটি একটি । এদিকে পুজোর পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে আউটোডোরের অনুমতি নিয়ে কী বলছে বিনোদনমহল ? মিশ্র প্রতিক্রিয়া মিলল উত্তরে ।
এ ব্যাপারে পরিচালক রাজা চন্দ বলেন, "সরকারি সিদ্ধান্তের ব্যাপারে আমার কি কিছু বলা সাজে ? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে যে বা যাঁরা অভিজ্ঞ তাঁদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে । তবে বলব, স্কুল-কলেজ সব খুলছে, সিনেমা হল খুলেছে, এর থেকে ভাল তো কিছু হতে পারে না । আমরা আউটডোরে যেতে পারতাম না, এ বার পারব । নিঃসন্দেহে খুব ভাল খবর এটা । তবে আমাদের উচিত সাবধানতা মেনে কাজ করা । যাতে এর প্রকোপ না-বাড়ে ।"
আরও পড়ুন:Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলেই থাকবেন আরিয়ান
অভিনেতা-পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের অবস্থা খানিকটা ভেড়ার মতো । লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন মৃত্যু আসবে । অন্য সব পশুকে কাটতে হলে ধরে বেঁধে জোর করে নিয়ে আসতে হয় । ভেড়াকে সেটা করতে হয় না । আমরা জানি বাড়াবাড়ি করলে আমরা মরব । তাও আমরা বাড়াবাড়িটা করব । ইন্ডাস্ট্রির নিজস্ব কোনও বক্তব্য নেই যে, কবে থেকে তারা শুটিং শুরু করবে, কী করবে না । সবটাই সরকারের হাতে । ফ্যাসিস্ট সরকার সিদ্ধান্ত নেয়, আউটডোর হবে কী হবে না । শুটিং কলকাতার ভিতরে তো হচ্ছেই অনেকদিন ধরে । আউটডোরও হচ্ছে কমবেশি । আমারও আছে নভেম্বরে আউটডোর । আমি যদি মনেও করি আউটডোর করা উচিত না, আমি বলতে পারব না সেটা । কেননা এটা আমার রুটি রুজি । সবথেকে বড় কথা হল, এই ব্যাপারে কেউই মুখ খুলবে না । আমি কেন একা মুখ খুলে ইন্ডাস্ট্রির কাছে খারাপ হব ?"