নোয়াপাড়া, 10 এপ্রিল : তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের পুরনো বন্ধু রাজ চক্রবর্তী এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী । শুক্রবার নোয়াপাড়ায় একটি জনসভা করেন তিনি ৷ এই জনসভা থেকে বন্ধু রাজকে মাথা ঠান্ডা করার উপদেশ দিলেন দেব ।
ওইদিন নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু বসুর হয়ে জনসভা করেন দেব ৷ অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়েছিল জনসভায় ৷ তার মধ্যে অধিকাংশই মহিলা ও কমবয়সি মেয়েরা । কেউ হাত মেলাতে চাইছেন, কেউ আবার ছবি তুলতে ৷ কিন্তু প্রচারে বেরিয়েও করোনা নিয়ে সচেতন দেব । জনসভায় আসা মানুষদের মাস্ক পরার অনুরোধ করলেন ৷ বললেন করোনা বিধি মেনে চলতে ৷ ভক্তরা হাত মেলাতে চাইলে দেবের সটান উত্তর, মাস্ক না পরলে হাত মেলাবেন না তিনি ।
রাজনীতিতে বরাবরই সৌজন্যের ছাপ রেখেছেন দেব । 2014 সালে প্রথমবার সাংসদ হন তিনি ৷ তারপর থেকে বারবার বিভিন্ন জায়গায় শিষ্টতা, সৌজন্যের নজির রেখেছেন এই অভিনেতা । তবে এদিনের জনসভায় খানিকটা চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধীপক্ষ বিজেপিকে । প্রশ্ন তুললেন বিজেপি যদি সরকারে আসে তাহলে নারী সুরক্ষার কী হবে ৷ নোয়াপাড়ার জনসভায় কৃষক আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন দেব ৷