পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেতে পারে 'বেলাশুরু' - Soumitra Chattopadhyay birthday

শোনা যাচ্ছে, পরিস্থিতি ঠিক হলে 2021 সালের 19 জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে হলে মুক্তি পেতে পারে 'বেলাশুরু'। আর ওই দিন মুক্তি না পেলে 28 মে মুক্তি পেতে পারে ছবিটি ।

asd
asd

By

Published : Nov 25, 2020, 5:56 PM IST

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি 'বেলাশুরু'। মুক্তির অপেক্ষায় রয়েছি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা দাস পরিচালিত এই ছবি । যদিও কোরোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এই ছবি রিলিজ় করা হবে না বলে সাফ জানিয়েছিলেন পরিচালক দ্বয় । তবে শোনা যাচ্ছে, 19 জানুয়ারি প্রয়াত সৌমিত্রবাবুর জন্মদিনে হলে মুক্তি পেতে পারে এই ছবি । যদিও কোরোনা পরিস্থিতির উপর নির্ভর করছে গোটা পরিস্থিতি ।

2015 সালে মুক্তি পেয়েছিল 'বেলাশেষে'। সেখানে স্বাতীলেখা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সৌমিত্রবাবু । সব ঠিক থাকলে চলতি বছরের 5 জুন মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল বন্ধ থাকায় পিছিয়ে যায় মুক্তির তারিখ । আর এই ছবির মুক্তি প্রসঙ্গে ETV ভারতকে শিবপ্রসাদ বলেছিলেন, "যেদিন হলে 100 শতাংশ দর্শক আসতে পারবেন বা আসার মত অবস্থা তৈরি হবে, সেদিনই ছবিটা হলে আসবে । কারণ, সৌমিত্রদার কাজ এবং স্বপ্ন দেখার জন্য পুরো সিনেমা হল গমগম করবে, আমরা শুধু সেই পরিস্থিতির অপেক্ষা করছি । সৌমিত্রদার কাজ দেখার জন্য দর্শক নিজে চলে আসবে ।"

যদিও শোনা যাচ্ছে, পরিস্থিতি ঠিক হলে 2021 সালের 19 জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে হলে মুক্তি পেতে পারে 'বেলাশুরু'। আর ওই দিন মুক্তি না পেলে 28 মে মুক্তি পেতে পারে ছবিটি ।

'বেলাশুরু'-তে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ, অনিন্দ্য চ্যাটার্জি ও শংকর চক্রবর্তীকে ।

ABOUT THE AUTHOR

...view details