কলকাতা : আজ ছিল 'বাঁশি' ছবির ট্রেলার লঞ্চ । এই ছবিতেই শেষবারের মতো অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা তাপস পাল । ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তাপসময় হয়ে উঠল টিম 'বাঁশি'।
ছবির পরিচালকদ্বয় তুহিন সিনহা ও রাহুল কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । তুহিন বলেন, "প্রথম যখন তাপসদাকে এই ছবিতে কাস্ট করার কথা ভেবেছিলাম, অনেকেই বলেছিলেন তাঁকে না নিতে । তাঁদের মত তাপসদা নাকি সংলাপ মনে রাখতে পারেন না, সব ভুলে যান । তখন আমাদের জেদ আরও বেড়ে যায় । আমরা তাপসদার কাছে চলে যাই । তাপসদা ছবিটা করেন । শিশুসুলভ ব্যবহারে শুটিং ফ্লোরে আনন্দের সঙ্গে কাজ করেন । আজ তাপসদার চলে যাওয়া আমাদের কাছে সত্যিই খুব দুঃখের ।"