পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তাপস পালের স্মৃতিতে ভরে উঠল 'বাঁশি'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান - undefined

আজ মুক্তি পেল 'বাঁশি'-র ট্রেলার । ছবি মুক্তি পাওয়ার কথা ছিল 27 মার্চ । কিন্তু, 31 মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল বন্ধ থাকার কারণে পিছিয়ে গেল ছবি মুক্তির দিন । পরিবর্তিত তারিখ জানা যাবে 30 মার্চের পর ।

ংম
ে্ম

By

Published : Mar 17, 2020, 7:52 PM IST

কলকাতা : আজ ছিল 'বাঁশি' ছবির ট্রেলার লঞ্চ । এই ছবিতেই শেষবারের মতো অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা তাপস পাল । ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তাপসময় হয়ে উঠল টিম 'বাঁশি'।

ছবির পরিচালকদ্বয় তুহিন সিনহা ও রাহুল কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । তুহিন বলেন, "প্রথম যখন তাপসদাকে এই ছবিতে কাস্ট করার কথা ভেবেছিলাম, অনেকেই বলেছিলেন তাঁকে না নিতে । তাঁদের মত তাপসদা নাকি সংলাপ মনে রাখতে পারেন না, সব ভুলে যান । তখন আমাদের জেদ আরও বেড়ে যায় । আমরা তাপসদার কাছে চলে যাই । তাপসদা ছবিটা করেন । শিশুসুলভ ব্যবহারে শুটিং ফ্লোরে আনন্দের সঙ্গে কাজ করেন । আজ তাপসদার চলে যাওয়া আমাদের কাছে সত্যিই খুব দুঃখের ।"

তিনি আরও বলেন, "ছবির প্রচারে ডাবিংয়ে তাপসদার থাকার কথা ছিল । কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। তাপসদার ডাবিং করেছেন শোভন কামিলা ।"

শোভন থিয়েটারকর্মী । তাপস পালের চরিত্রের ডাবিংয়ের করে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত । বলেন, "তাপসদা 'দাদার কীর্তি' করেছিলেন । আমার নামটা যে তাপস পালের শেষ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, জীবনেও কল্পনা করতে পারিনি ।"

কোরোনা ভাইরাসের আতঙ্কের কারণে সিনেমা হলের ছবি প্রদর্শন বন্ধ রাখা হয়েছে 31 মার্চ পর্যন্ত । 'বাঁশি' ছবি মুক্তি পাওয়ার কথা ছিল 27 মার্চ । এখন সেটি কবে মুক্তি পাবে সেটা 30 তারিখের পরই জানা যাবে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details