ঢাকা, 31 অগস্ট : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি ৷ 26 দিন হেফাজতে থাকার পর জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী (Bangladeshi actress) পরীমণি (Pori Moni)৷ বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে গত 5 অগস্ট তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ বিশেষ সূত্রে খবর, ঢাকার নগর দায়রা আদালতের (Dhaka Metropolitan Session Court) বিচারক কে এম ইমরুল কায়েশ অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছেন । বাংলাদেশের মুদ্রা 20 হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি পেয়েছেন তিনি ৷
পরীমণি, চিত্রপ্রযোজক নজরুল ইসলাম রাজ, দু'জন মডেল ও বহিষ্কৃত আওয়ামি লিগের নেতা হেলেনা জাহাঙ্গিরের বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে ৷ তার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-র উপর ৷ গত 5 অগস্ট পরীমণি ও রাজের বাড়িতে হানা দিয়ে বেশকিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ ৷ এরপরই তাঁদেরকে গ্রেফতার করে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৷ তারপর থেকে বেশ কয়েকবার জামিনের আবেদন করা হয়েছে পরীমণির পক্ষ থেকে ৷ তবে তদন্তের অগ্রগতির জন্য তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করেন সিআইডি-র আধিকারিকরা ৷ অবশেষে আজ পরীমণির জামিনের আবেদন মঞ্জুর করেছে ঢাকার নগর দায়রা আদালত ৷ সেই খবর সংবাদমাধ্যমকে জানান পরীমণির আইনজীবী মুজিবুর রহমান ।
আরও পড়ুন:Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল