পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Pori Moni : 26 দিন পর জামিন পেলেন পরীমণি - পরীমণির জামিন

26 দিন হেফাজতে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশের অভিনেত্রী (Bangladeshi actress) পরীমণি (Pori Moni)৷ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে ঢাকার নগর দায়রা আদালত (Dhaka Metropolitan Sessions Court) ৷

Bangladeshi actress Pori Moni gets bail
অবশেষে মুক্তি, 26 দিন পর জামিন পেলেন পরীমণি

By

Published : Aug 31, 2021, 5:03 PM IST

Updated : Aug 31, 2021, 5:33 PM IST

ঢাকা, 31 অগস্ট : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি ৷ 26 দিন হেফাজতে থাকার পর জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী (Bangladeshi actress) পরীমণি (Pori Moni)৷ বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে গত 5 অগস্ট তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ বিশেষ সূত্রে খবর, ঢাকার নগর দায়রা আদালতের (Dhaka Metropolitan Session Court) বিচারক কে এম ইমরুল কায়েশ অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছেন । বাংলাদেশের মুদ্রা 20 হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি পেয়েছেন তিনি ৷

পরীমণি, চিত্রপ্রযোজক নজরুল ইসলাম রাজ, দু'জন মডেল ও বহিষ্কৃত আওয়ামি লিগের নেতা হেলেনা জাহাঙ্গিরের বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে ৷ তার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-র উপর ৷ গত 5 অগস্ট পরীমণি ও রাজের বাড়িতে হানা দিয়ে বেশকিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ ৷ এরপরই তাঁদেরকে গ্রেফতার করে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৷ তারপর থেকে বেশ কয়েকবার জামিনের আবেদন করা হয়েছে পরীমণির পক্ষ থেকে ৷ তবে তদন্তের অগ্রগতির জন্য তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করেন সিআইডি-র আধিকারিকরা ৷ অবশেষে আজ পরীমণির জামিনের আবেদন মঞ্জুর করেছে ঢাকার নগর দায়রা আদালত ৷ সেই খবর সংবাদমাধ্যমকে জানান পরীমণির আইনজীবী মুজিবুর রহমান ।

আরও পড়ুন:Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

গত শনিবারই পরীমণির তৃতীয় দফায় হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল ৷ সে দিন আদালতে তোলা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন ৷ তাঁর জামিনের আবেদনের শুনানি 13 সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও তা 31 অগস্ট এগিয়ে আনেন বিচারপতি ৷ এ দিকে, সোমবার পরীমণির মুক্তির দাবি জানিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি । সেই আবেদনে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান ৷

আরও পড়ুন:Pori Moni : পুলিশ অভিযানে বাড়ি থেকে মিলল মাদক, আটক অভিনেত্রী পরীমণি

মাদক মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী আদালতে দাঁড়িয়ে বারবার দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে ৷ তাঁকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ও তিনি চিৎকার করে বলেছেন, "আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ৷ আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না ৷" এ দিকে, তাঁর সঙ্গে সম্পর্কের কারণে যে পুলিশ কর্মীকে শাস্তি পেতে হয়েছিল, তাঁর সঙ্গেই পরীমণির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ সেখানে যুগলকে ক্যামেরার সামনে চুম্বন করতেও দেখা যায় ৷ সবমিলিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের অভিনেত্রী ৷ অবশেষে তিনি বাড়ি ফিরতে চলেছেন ৷

আরও পড়ুন:Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

Last Updated : Aug 31, 2021, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details