পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি - মাদক মামলা

মুক্তি মিলল না আজও ৷ মাদক মামলায় (Drug Case) পরীমণিকে (Pori Moni) ফের একদিনের রিমান্ডে (One-day Remand) পাঠিয়েছে ঢাকার আদালত ৷

bangladesh actress Pori Moni on one-day remand in drug case
মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

By

Published : Aug 19, 2021, 4:14 PM IST

ঢাকা, 19 অগস্ট :মিলল না মুক্তি ৷ মাদক মামলায় (Drug Case) বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে (Pori Moni) আরও একদিনের জন্য রিমান্ডে (One-day Remand) পাঠাল ঢাকার আদালত ৷ এই নিয়ে তৃতীয় দফায় পরীমণিকে পুলিশ হেফাজতে পাঠানো হল ৷

গতকালই ছিল পরীমণির দ্বিতীয় জামিনের আবেদনের শুনানি ৷ তবে তাঁকে আরও পাঁচদিন হেফাজতে চেয়ে আবেদন করে সিআইডি ৷ আদালত জানায় এই আবেদনের রায় দেওয়া হবে 19 অগস্ট, অর্থাৎ বৃহস্পতিবার ৷ সেই মতোই আজ সকাল 8.30টা নাগাদ চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রিজন সেলে পেশ করা হয় অভিনেত্রীকে ৷ আবারও তাঁকে আরও পাঁচদিন হেফাজতে রাখার আবেদন জানান অপরাধ দমন শাখার ইনস্পেক্টর কাজি গোলাম মোস্তাফা ও এই মামলার তদন্তকারী অফিসার ৷ আবেদনে বলা হয়, রিমান্ডে থাকাকালীন তাঁর বাড়িতে উদ্ধার মাদক সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরীমণি ৷ সেই কারণেই তাঁকে যাঁরা অর্থ সরবরাহ করে, তাদের ঠিকানা ও অবস্থান জানার জন্য অভিনেত্রীকে ফের হেফাজতে নেওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন:Binoy Badal Dinesh : রূপমের কণ্ঠে '8/12'র প্রথম গান বিনয় বাদল দীনেশ

যদিও পরীমণির জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী জানান, ইতিমধ্যেই দু'দফায় 6 দিন রিমান্ডে কাটিয়েছেন অভিনেত্রী ৷ 13 অগস্ট তাঁকে সংশোধনাগারে পাঠালেও রিমান্ডে রাখার নথি পেশ করেনি সিআইডি ৷ মিথ্যে মামলায় অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে তাঁর আইনজীবী বলেন, বেশ কয়েকটি ছবির শ্যুটিং চলছে ৷ তাই জেলে থাকলে পরীমণি সেই ছবির কাজ শেষ করতে পারবেন না ৷ দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত পরীমণিকে আরও এক দিন রিমান্ডে রাখার নির্দেশ দেয় ৷

আরও পড়ুন:Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

পরীমণির জামিনের আবেদনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পরিচালক রশিদ পলাশ ৷ তিনি জানান, "পরীমণি জামিনে মুক্তি না-পেলে আমার শ্যুটিং বন্ধ হয়ে যাবে ৷" চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের শহিদ স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে ছবি তৈরি করছেন রশিদ ৷ এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন পরীমণি । 5 অগস্ট ব়্যাবের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় পরীমণি ও আশরফুল ইসলাম দীপুকে ৷

আরও পড়ুন:Deepika Padukone: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

ABOUT THE AUTHOR

...view details