ঢাকা, 16 অগস্ট : জামিনে মুক্তির জন্য ফের আদালতে আবেদন করলেন বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh Actress) পরীমণি (Pori Moni) ৷ আদালত জানিয়েছে, 18 অগস্ট এই মামলার শুনানি হবে ৷ মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে এক সপ্তাহেরও বেশি সময় হাজতবাস করে ফেলেছেন এই অভিনেত্রী ৷ সাধারণ বন্দিদের জন্য তৈরি খাবারই খাচ্ছেন তিনি ৷ তবে সবসময়ই তিনি ভাবনার জগতে ডুবে রয়েছেন বলে জানিয়েছেন জেলকর্মীরা ৷
সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী মজিবুর রহমান ৷ আদালত সেই আবেদন গ্রহণ করেছে ৷ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরি জানিয়েছেন, আগামী বুধবার এই মামলার শুনানি হবে ৷ মাদক মামলায় আগে পরীমণির জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত ৷ তাঁকে দ্বিতীয়বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বণাণী পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কেরাণিগঞ্জে ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারে যেহেতু মহিলা বন্দিদের রাখার ব্যবস্থা নেই, তাই অভিনেত্রীকে রাখা হয়েছে কাশীমপুর মহিলা কেন্দ্রীয় সংশোধনাগারে ৷
আরও পড়ুন:Srabanti Chatterjee: শ্রাবন্তীকে জন্মদিনে শুভেচ্ছা-চিঠি মমতার, আপ্লুত অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনের
অতিমারি বিধি মেনে নতুন বন্দি হওয়ায় পরীমণিকে সব বন্দিদের থেকে আলাদা রেখে রজনীগন্ধা বিল্ডিং-এ 14 দিনের কোয়ারান্টিনে রাখা হয়েছে ৷ এই সময়ের মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা না-দিলে, তাঁকে অন্যান্য বন্দিদের সঙ্গেই রাখা হবে ৷ তবে গারদে সবসময়ই চিন্তামগ্ন হয়ে চুপ করে থাকছেন অভিনেত্রী ৷ জেলকর্মীরা জানিয়েছেন, দিনের অধিকাংশ সময়েই ভাবনার জগতে ডুবে থাকছেন তিনি ৷ তবে শারীরিকভাবে তিনি সুস্থই আছেন বলে জানা গিয়েছে ৷ সংশোধনাগারে অন্যান্য বন্দিদের জন্য তৈরি খাবারই খাচ্ছেন পরীমণি ৷