পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'জেনানা'-র পর 'দা ডার্লিং ওয়াইফ', পরিচালনায় ফিরছেন বর্ষালী

'জেনানা'-র হায়ার স্টাডিজ়ের জন্য ব্রেক নিয়েছিলেন । এবার পড়া শেষ করে পছন্দের পরিচালনায় ফিরলেন বর্ষালী চ্যাটার্জি । তাঁর পরবর্তী ছবি 'দা ডার্লিং ওয়াইফ' । ছবিটি হিন্দি ভাষায় তৈরি করছেন তিনি ।

দা ডার্লিং ওয়াইফ

By

Published : Aug 4, 2019, 1:28 PM IST

কলকাতা : 2016 সালে প্রথম ছবি করার পর ব্রেক নিয়েছিলেন পরিচালক বর্ষালী চ্যাটার্জি । হায়ার স্টাডিজ় শেষ করে ফের মন দিয়েছেন পরিচালনায় । তাঁর পরবর্তী হিন্দি ছবি 'দা ডার্লিং ওয়াইফ'-র শুটিং শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই । ছবি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন বর্ষালী ও প্রযোজক রাজেশ ঝা ।

'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

মাত্র 22 বছর বয়সে পরিচালক বর্ষালী চ্যাটার্জি তৈরি করে ফেলেছিলেন 'জেনানা' । কীভাবে পুরুষরা বৃহন্নলা সেজে রোজগারের পথ বেছে নেয় তা দেখানো হয়েছিল ছবিতে । 2016 সালে মুক্তিপ্রাপ্ত 'জেনানা'-তে ছিলেন শ্বাশত চট্টোপাধ্যায় । জেনানাকে দর্শকের হাতে তুলে দিয়ে পড়াশোনায় ফিরে গিয়েছিলেন বর্ষালী । এবার 'দা ডার্লিং ওয়াইফ'-এ পরিচালনা করে ফের ছবি জগতে ফিরলেন তিনি ।

'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

'দা ডার্লিং ওয়াইফ' একটি থ্রিলার । এখানে রয়েছে তিনটি চরিত্র ও তাদের একজনের ভয় । এমন ভয় যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার অতীতের । সেই ভয় কীভাবে তাকে ঠেলে দেয় নির্মম পরিণতির দিকে । কেন ভয় ? কিসের ভয় ? তাই দেখানো হবে ছবিতে ।

'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবিতে মূলচরিত্রে অভিনয় করেছেন অমিতাভ আচার্য, অঙ্কিতা চক্রবর্তী এবং উষসী চক্রবর্তী । এছাড়াও অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়, তানিকা বসু, রাজেশ ঝা, ঈপ্সিতা ভট্টাচার্য, তাপস বসু, সৌম্যজিৎ কর্মকার, স্বরাজ ব্রিগেনজা ।

'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবির DOP অঙ্কিত সেনগুপ্ত । আর্ট ডিরেক্টর গোপাল চন্দ্র মান্না । ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বজিৎ কাঞ্জিলাল । সা রে গা মা পা থেকে উঠে আসা প্রতিযোগী সুপ্রতীপ ভট্টাচার্য গেয়েছেন প্রধান গানগুলি । আর গেয়েছেন শর্মিষ্ঠা ঝা এবং তৃষা চক্রবর্তী । ছবিটি এখন পোস্ট প্রোডাকশন পর্যায় রয়েছে । 'দা ডার্লিং ওয়াইফ'-র প্রযোজনা সংস্থার নাম মান্যবতা কনসালটেন্টস প্রাইভেট লিমিটিড ।

'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবির প্রযোজক রাজেশ ঝা বলেন, "আমি সবসময় এমন একটি হিন্দি ছবি প্রযোজনা করতে চেয়েছিলাম যেখানে বাঙালি ইউনিট থাকবে । আমার মনে হয় সেই কাজে আমি সফল হয়েছি । ছবির শুটিং হয়েছে বাখরাহাট ও কলকাতায় । ছবিতে গানের লিরিক্স আমার এবং জ্ঞানেশ্বর ঠাকুরের ।"

'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ABOUT THE AUTHOR

...view details