পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Batmobile Car : স্ত্রীকে জন্মদিনে 3 কোটির ব্যাটমোবাইল গাড়ি উপহার বাগি থ্রি পরিচালকের

বাগি থ্রি-র পরিচালক তথা কোরিয়োগ্রাফার-চিত্রনির্মাতা আহমেদ খান তাঁর (Ahmed Khan) স্ত্রী শায়রা আহমেদ খানকে (Shaira Ahmed Khan) জন্মদিনে একটি লিমিটেড এডিশনের ব্যাটমোবাইল কার (Batmobile car) উপহার দিয়েছেন ৷

baaghi-3-director-ahmed-khan-gifts-wife-batmobile-car-worth-3-cr-disha-patani-says-insane
স্ত্রীকে জন্মদিনে 3 কোটির ব্যাটমোবাইল গাড়ি উপহার বাগি থ্রি পরিচালকের

By

Published : Aug 31, 2021, 1:11 PM IST

কলকাতা, 31 অগস্ট :বডঢি লোগ, বডঢি বডঢি বাতে...! স্ত্রীর জন্মদিন ৷ প্রিয়তমাকে গয়না, মোবাইল, নিদেনপক্ষে বাড়ি বা গাড়ি উপহার দেওয়ার কথা শোনা যায় ৷ তা বলে লিমিটেড এডিশনের ব্যাটমোবাইল কার (Batmobile car) ? অবাক লাগছে ? হ্যাঁ, আপনার মতোই অবাক হয়েছিলেন কোরিয়োগ্রাফার-চিত্রনির্মাতা আহমেদ খানের (Ahmed Khan) স্ত্রী শায়রা আহমেদ খান (Shaira Ahmed Khan) ৷ তিনি যখন দেখেন, তাঁর স্বামী জন্মদিনে তাঁর জন্য একটা আস্ত ব্যাটমোবাইল গাড়ি নিয়ে এসে দরজার সামনে দাঁড় করিয়েছেন ৷

1989 সালের মাইকেল কিটনের ব্যাটম্যান ফিল্মে ব্যবহৃত হয়েছিল ব্যাটমোবাইল ডিজাইনের গাড়ি ৷ তারই লিমিটেড এডিশনের মধ্যে থেকে একটি স্ত্রীকে জন্মদিনে উপহার দিয়েছেন আহমেদ খান ৷ আহ্লাদে আটখানা হয়ে ইনস্টাগ্রামে সেই গাড়ির বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শায়রা আহমেদ খান ৷ পোস্ট করেন ভিডিয়োও ৷ বাড়ির বাইরে দাঁড় করানো পেল্লায় গাড়িটির সামনে দাঁড়িয়ে পোজও দিয়েছেন তিনি ৷

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "ধন্যবাদ খান, আমার স্বপ্ন সত্যি করে দেওয়ার জন্য...৷" শেষে আওয়ারড্রিমকার, কিটন মোবাইল1989, ব্যাটমোবাইল হ্যাশট্যাগ দিয়েছেন শায়রা ৷

আরও পড়ুন:Jacqueline Fernandez : 200 কোটির বেআইনি লেনদেনে সাক্ষী জ্যাকলিন, দিল্লিতে টানা জেরা ইডির

স্ত্রীকে এই উপহার দেওয়ার আহমেদ খানের প্রশংসা করেছেন বলিউডের স্টারেরা ৷ জেনেলিয়া দেশমুখ, রবীনা ট্যান্ডন-সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে ৷ এলি আভরাম লিখেছেন, "ওএমজি! এটা কী ? ব্যাটম্যান রিটার্নস 2.0?" অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani) আবার তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, "পাগলামি ৷"

আরও পড়ুন :Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

জানা গিয়েছে, আমেরিকা থেকে গাড়িটি দেশে আসতে সময় লেগেছে 8 মাস ৷ এরপর মুম্বইতে গাড়িটি অ্যাসেম্বল করা হয়েছে ৷ সবমিলিয়ে প্রায় 3 কোটি টাকা খরচ পড়েছে বলে জানা গিয়েছে ৷ শায়রার গাড়ি দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷ তবে এই ব্যাটমোবাইল কার যে শায়রা প্রথম ব্যবহার করতে চলেছেন, এমনটা নয় ৷ শিল্পপতি আদর পুনাওয়ালা (Adar Poonawalla) তাঁর মার্সিডিজ এস350কে ব্যাটমোবাইল কারের আদলে সাজিয়েছেন ৷ আহমেদ মুম্বইয়ের যে কোম্পানি থেকে গাড়িটি কিনেছেন, সেই এক্সিকিউটিভ মডকার ট্রেন্ডজের থেকেই ব্যাটমোবাইল কার কিনেছেন আদর ৷ গাড়িতে ডানা ও বর্ধিত বুট লাগানোর জন্য তিনি বাড়তি 40 লাখ টাকা দিয়েছিলেন ৷ সেই গাড়ি নিজের ছেলে সাইরাস জুনিয়রকে উপহার দেন তিনি ৷

আরও পড়ুন:Nusrat Jahan : ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

কর্মক্ষেত্রে আহমেদ খানের শেষ মুক্তি পাওয়া ছবি হল বাগি থ্রি ৷ গত বছর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় ৷ তাঁর পরবর্তী ছবিও টাইগার শ্রফের (Tiger Shroff) সঙ্গেই ৷ হিরোপন্তি টু (Heropanti 2) ৷ এ ছাড়াও আদিত্য রয় কাপুর ও সঞ্জনা সাঙ্ঘিকে নিয়ে ওম - দ্য ব্যাটল উইদিনও করছেন আহমেদ খান ৷

ABOUT THE AUTHOR

...view details