কলকাতা : আজই 'লক্ষ্মীছেলে'-র ঘোষণা হল নন্দনে। উপস্থিত ছিলেন উইন্ডোজ় প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন গাঙ্গুলি পরিবার, অর্থাৎ কৌশিক, চূর্ণি ও তাঁদের একমাত্র ছেলে উজান। প্রকাশ্যে এল ছবির লোগো। যেখানে লেগে রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া, মাটির গন্ধ, মা লক্ষ্মীর পায়ের ছাপ। অনুষ্ঠানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।
বাবা কৌশিকের পরিচালনায় 'লক্ষ্মীছেলে' উজানের প্রথম কাজ - Lakshmi Chele
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়'-এর হয়ে এবার ছবি পরিচালনা করতে চলেছেন কৌশিক গাঙ্গুলি। সঙ্গে রয়েছে আরও এক চমক। কৌশিকের একমাত্র পুত্র উজান গাঙ্গুলি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ছবির নাম 'লক্ষ্মীছেলে'।
লক্ষ্মীছেলে
ফলে এই তিন পরিচালকের উদ্যোগে তৈরি 'লক্ষ্মীছেলে' স্বাভাবিকভাবেই একটা আলাদা উত্তেজনা তৈরি করছে দর্শক মহলে।
Last Updated : Jul 2, 2019, 6:15 PM IST