কলকাতা, 8 অক্টোবর: দেবীপক্ষের শুরুতেই স্বাধীন ছবি 'সতী আর ফিরবে না'র (Sati Ar Phirbe Na) টিম-এর তরফ থেকে এল চমক । মুক্তি পেল তাদের ছবির প্রথম টিজার ।
ছবির কাহিনি, সঙ্গীত ও পরিচালনায় রয়েছেন অভি মিত্র (Avi Mitra) । ক্যামেরায় দেবাশিস দে । স্ক্রিপ্ট লিখেছেন তারাশ্রী ঘোষ । ছবির প্রযোজনার দায়িত্বে ‘ফিউচার ফিচার ফিল্মস’ ও ‘ইউনিক ক্রিয়েশন’।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়, সৌরভ বিট্টু, গৌরব চক্রবর্তী, অরিন্দম, সুমা দে । ইন্ডিপেনডেন্ট ছবি নির্মাণের বিষয়ে শুরুর থেকেই ভীষণ পজিটিভ চিন্তাভাবনা রাখে ‘সতী আর ফিরবে না’ ছবির গোটা টিম ৷ একদিন ইন্ডিপেন্ডেন্ট ছবির কৌলিন্য বিগ বাজেট ছবির থেকে কিছুই যে কম হবে না, সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন পরিচালক অভি মিত্র থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী বা ছবির কলাকুশলী সকলেই ।
আরও পড়ুন:Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে
মহালয়ার পূণ্যলগ্নে ইউটিউব-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেল টিজার । এ বিষয়ে পরিচালক অভি মিত্র বলেন, "আমরা স্বাধীন ছবির ক্ষেত্রে অনেক লড়াই আর সংগ্রাম করে আজ ছবির প্রথম টিজার মানুষের সামনে তুলে ধরতে পেরেছি । 'সতী আর ফিরবে না' ছবি ঘিরে আমাদের টিমের প্রত্যেকের অনেক আশা । কোনও বড় প্রযোজনা সংস্থার সহায়তা না-থাকায় আমরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই এই টিজার মানুষের সামনে তুলে ধরছি সোশ্যাল মিডিয়াতে । ছবিতে একটা গান আছে, গানটির সুর করেছি আমি, গেয়েছেন নতুন সঙ্গীত শিল্পী সৌম্য । সেই গানের কিছু ঝলকও থাকছে টিজারে । আমি চাই মানুষ টিজারটা দেখুক, দেখে ভাল-মন্দ বিচার করুক, সব সময় পজিটিভ রিভিউ চাইছি না । মানুষ যদি দেখে ভুল ত্রুটিগুলোও ধরিয়ে দেন, সে ক্ষেত্রে আমরা পরবর্তীতে অনেক এগিয়ে যেতে পারব । পরিশেষে বলি, ইন্ডিপেনডেন্ট ছবি দেখুন, এ ধরনের ছবির পাশে থাকুন ।"
আরও পড়ুন:Golondaaj: টিম গোলন্দাজ বনাম আইএফএ লেজেন্ড ম্যাচ ড্র, খেললেন দেব
ছবির টিজার মানুষের মন ছুঁয়ে যাবেই, এ বিষয়ে আশাবাদী ছবির গোটা টিম ।
আরও পড়ুন:Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার