মুম্বই, 24 নভেম্বর:মুক্তি পেল অতরঙ্গি রে ফিল্মের ট্রেলার (Atrangi Re Trailer)৷ ট্রেলার দেখেই এই ছবি সম্পর্কে উৎসাহ জন্মেছে দর্শকদের মধ্যে ৷ ছবির দৃশ্যায়ন, সংলাপ, অভিনয় - বেশ নজরকাড়া ৷ অক্ষয় কুমার (Akshay Kumar in Atrangi Re), ধনুশ ও সারা আলি খানের ত্রিকোণ প্রেমের কাহিনি শোনাবে অতরঙ্গি রে ৷
3 মিনিট 9 সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, বিষ্ণু অর্থাৎ ধনুশকে রিঙ্কু নামে একটি মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ৷ সেই রিঙ্কু আবার এতদিন ধরে স্বয়ম্বরের স্বপ্ন দেখে এসেছে ৷ কাজেই বর ও কনে দু'জনের অনিচ্ছাতেই বিয়ে, তাই তাঁরা বিয়ের পর ঠিক করলেন এই বিয়েটা ভেঙে দেবেন ৷ এরপরই হাতির পিঠে চেপে গ্র্যান্ড এন্ট্রি হয় অক্ষয় কুমারের ৷ তিনি আবার ফুল, বেলুন, ম্যাজিক কৌশল ও স্টান্টের ভক্ত ৷ সমস্যা ঘোরালো হয় যখন অক্ষয় ও ধনুশ (Dhanush in Atrangi Re) দু'জনেই সারা আলি খানের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ৷ আর এঁদের মধ্যে কাকে বেছে নেবেন সেই সিদ্ধান্ত নিতে গিয়েও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন সারা ৷
ট্রেলার মুক্তির আগেই ছবির পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছিলেন সইফ-কন্যা ৷ একটি পোস্টারে অক্ষয় (Akshay Kumar News), ধনুশ ও সারা (Sara Ali Khan in Atrangi Re) তিনজনকেই দেখা যাচ্ছে ৷