কলকাতা : পাভেলের পরবর্তী ছবিতে একসঙ্গে পরদায় দেখা যাবে আবির চ্যাটার্জি, নুসরত জাহান ও জিৎকে। আর্টের ব্যাকড্রপে 'অসুর' একটি লাভ সাগা। বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজকে উৎসর্গ করে তৈরি হচ্ছে এই ছবি। আর এই ছবির মাঘ্যমেই নুসরত জাহান তাঁর বিবাহ-পরবর্তী অধ্যায় শুরু করছেন সেলুলয়েডে।
আবির সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন 'অসুর'-এর পোস্টার। বেয়ার বডিতে দেখা যাচ্ছে এক অভিনেতাকে। তবে সেটা জিৎ না আবির তা বোঝা যাচ্ছে না। ক্যাপশনে আবির লিখেছেন, "আসছে... অসুর !"