পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লতার জন্মদিনে ছেলেবেলার স্মৃতিচারণ আশার - Lata Mangeshkar 91st bday

টুইটারে একটি সাদা কালো ছবি পোস্ট করেন আশা । সেখানে তাঁদের চার বোনকে একটি ফ্রেমের মধ্যে দেখা গিয়েছে । রয়েছেন লতা মঙ্গেশকর, মীনা খাদিকর, উশা মঙ্গেশকর ও আশা নিজে ।

ad
sad

By

Published : Sep 28, 2020, 9:24 PM IST

মুম্বই : আজ 91 বছরে পা দিলেন বর্ষীয়ান সংগীত শিল্পী লতা মঙ্গেশকর । তাঁর জন্মদিন উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় ছেলেবেলার একটি ছবি পোস্ট করেন বোন আশা ভোঁসলে ।

টুইটারে একটি সাদা কালো ছবি পোস্ট করেন আশা । সেখানে তাঁদের চার বোনকে একটি ফ্রেমের মধ্যে দেখা গিয়েছে । রয়েছেন লতা মঙ্গেশকর, মীনা খাদিকর, উশা মঙ্গেশকর ও আশা নিজে ।

ছবির ক্যপশনে লেখেন, "জন্মদিনে লতাদিদিকে শুভেচ্ছা । আজ 91 বছরে পা দিল দিদি । এই ছবির মাধ্যমে আমাদের ছেলেবেলার স্মৃতিচারণা করলাম । ছবিতে লতাদিদিকে বাঁদিকের চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে । আর তার মীনা তাই ও আমি তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছি ।"

জন্মদিনে লতাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির একাধিক তারকা ।

মাধুরি দীক্ষিত লেখেন, "যখনই তোমার গান শুনি তখনই আবেগপ্রবণ হয়ে পড়ি । লতা দিদি তুমি সুস্থ ও নিরাপদ থাকো এই কামনাই করি ।"

মাধুরির পাশাপাশি লতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানাও ।

ABOUT THE AUTHOR

...view details