মুম্বই : আজ 91 বছরে পা দিলেন বর্ষীয়ান সংগীত শিল্পী লতা মঙ্গেশকর । তাঁর জন্মদিন উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় ছেলেবেলার একটি ছবি পোস্ট করেন বোন আশা ভোঁসলে ।
টুইটারে একটি সাদা কালো ছবি পোস্ট করেন আশা । সেখানে তাঁদের চার বোনকে একটি ফ্রেমের মধ্যে দেখা গিয়েছে । রয়েছেন লতা মঙ্গেশকর, মীনা খাদিকর, উশা মঙ্গেশকর ও আশা নিজে ।
ছবির ক্যপশনে লেখেন, "জন্মদিনে লতাদিদিকে শুভেচ্ছা । আজ 91 বছরে পা দিল দিদি । এই ছবির মাধ্যমে আমাদের ছেলেবেলার স্মৃতিচারণা করলাম । ছবিতে লতাদিদিকে বাঁদিকের চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে । আর তার মীনা তাই ও আমি তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছি ।"