পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব - নবাব মালিক

আরিয়ান খানকে (Aryan Khan) অপহরণ করে টাকা হাতানোরই ছক ছিল সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)৷ আর এই সবকিছুর মাস্টারমাইন্ড ছিলেন বিজেপি নেতা মোহিত ভারতীয় ৷ এমনই অভিযোগ করলেন নবাব মালিক ৷

Aryan Khan's case matter of kidnapping, mastermind was Sameer Wankhede's partner Mohit Bharatiya : Nawab Malik
আরিয়ানকে কিডন্যাপ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা: নবাব

By

Published : Nov 7, 2021, 1:44 PM IST

Updated : Nov 7, 2021, 2:23 PM IST

মুম্বই, 7 নভেম্বর : শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) অপহরণের ছক কষা হয়েছিল ৷ সেই অপহরণের ষড়যন্ত্রের অংশ ছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷ নয়া অভিযোগে ফের এনসিবি কর্তাকে বিদ্ধ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ৷ তাঁর দাবি, বিজেপি নেতা মোহিত ভারতীয় ছিলেন সেই অপহরণের ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ৷ ওশিয়ারার এক কবরস্থানে সমীর ও মোহিত দেখা করেছিলেন বলেও দাবি করেন নবাব মালিক ৷

এর আগেও এনসিপি নেতা বারবার দাবি করে এসেছেন যে, প্রমোদতরীতে এনসিবি হানার গোটা ঘটনাটাই ভুয়ো ৷ এই মামলার তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে ৷ তাঁর বিরুদ্ধেও একের পর এক অভিযোগ আনেন তিনি ৷ সেই তালিকায় নয়া সংযোজন, অপহরণের তত্ত্ব ৷ নবাব মালিকের অভিযোগ, "আরিয়ান খান ক্রুজ পার্টির টিকিট কেনেননি ৷ তাঁকে সেখানে নিয়ে যান প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালা ৷ এটা অপহরণ ও মুক্তিপণের ঘটনা ৷ মোহিত ভারতীয় ছিলেন মাস্টারমাইন্ড এবং মুক্তিপণ দাবির ক্ষেত্রে তিনি ছিলেন সমীর ওয়াংখেড়ের পার্টনার ৷"

আরও পড়ুন:Sameer Wankhede: আরিয়ান মামলার তদন্ত থেকে সমীর ওয়াংখেড়েকে সরানো নিয়ে ধোঁয়াশা

মহারাষ্ট্রের মন্ত্রী আরও বলেন, "7 অক্টোবর ওশিয়ারায় কবরস্থানের বাইরে মোহিত ও সমীর দেখা করেছিলেন ৷ এরপরেই ওয়াংখেড়ে ভয় পেয়ে যান এবং পুলিশে অভিযোগ করেন যে, তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে ৷ তাঁরা ভাগ্যবান যে, কাছের সিসিটিভিটা কাজ করছিল না ৷ তাই আমরা তার থেকে ফুটেজ পাইনি ৷"

বিজেপি নেতা মোহিত ভারতীয়া দাবি করেছিলেন যে, এনসিপি নেতাদের সঙ্গে সংযোগরক্ষাকারী সুনীল প্যাটেল এই মামলার মাস্টারমাইন্ড ৷ মোহিত বলেন, এনসিপি-র নেতা ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ধুলের বাসিন্দা সুনীল প্যাটেলের ৷ তিনি আগে থেকেই জানতেন যে, প্রমোদতরীতে মাদক পার্টির আয়োজন করা হয়েছিল ৷ 2 অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে সেখানে হানা দেয় নারকোটিস কন্ট্রোল ব্যুরো ৷ ভারতীয়ার এই দাবির পরই তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন নবাব মালিক ৷ মোহিতের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আগেই দাবি করেছিলেন যে, "সত্যের থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ওয়াংখেড়ের ব্যক্তিগত সেনারা ৷"

আরও পড়ুন:Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক

এ দিকে, আরিয়ান মামলার তদন্তে এনসিবির গঠন করা বিশেষ তদন্তকারী দল শনিবারই মুম্বই পৌঁছেছে ৷ এনসিবির ডিডিজি অপারেশনস সঞ্জয় কুমার সিং সেই দলের (SIT) নেতৃত্ব দিচ্ছেন ৷

আরও পড়ুন:Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

Last Updated : Nov 7, 2021, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details