পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aryan Khan: কিছুক্ষণ পরই মুক্তি, আরিয়ানকে বাড়ি ফেরাতে আর্থার রোড জেলে হাজির শাহরুখ - শাহরুখ খান

অবশেষে আজ মুক্তি ৷ আরিয়ান খানকে (Aryan Khan) বাড়ি ফেরাতে সকাল সকাল আর্থার রোড সংশোধনাগারে পৌঁছে গেলেন শাহরুখ খান (Shahrukh Khan)৷

Aryan Khan: Shah rukh Khan leaves Mannat ahead of his son's jail release
কিছুক্ষণ পরই মুক্তি, আরিয়ানকে বাড়ি ফেরাতে আর্থার রোড জেলে হাজির শাহরুখ

By

Published : Oct 30, 2021, 9:57 AM IST

মুম্বই, 30 অক্টোবর: বলিউডের মেগাস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আজ ৷ কিছুক্ষণের মধ্যেই জেল থেকে মুক্তি পাবেন তাঁর ছেলে আরিয়ান খান (Aryan Khan) ৷ মাদক মামলায় (Drug Case) গ্রেফতার হওয়ার 27 দিন পর তিনি মন্নতে ফিরবেন ৷ ছেলেকে বাড়ি ফেরাতে আর্থার রোড সংশোধনাগারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কিং খান ৷

আর্থার রোড সংশোধনাগারের সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, "আমরা আরিয়ান খানের রিলিজ অর্ডার পেয়েছি ৷ তাঁর মুক্তির প্রক্রিয়া 1-2 ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ৷" জেলের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, 10.30টা থেকে 12টার মধ্যে ছাড়া পেতে পারেন আরিয়ান ৷ আজ সকাল সকাল তিনটি এসইউভি নিয়ে মন্নত ছাড়তে দেখা যায় শাহরুখ খানকে ৷ ছেলেকে ফিরিয়ে আনতে তিনি সোজা ছুটেছেন আর্থার রোড সংশোধনাগারে ৷

গতকালও জেলে গিয়েছিলেন বলিউডের বাদশা ৷ আশা ছিল, শুক্রবার রাতেই তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন ৷ আদালতে রায়দানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরিয়ানের মুক্তির নির্দেশের নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনাগারে পৌঁছায়নি ৷ ডেডলাইন ছিল বিকেল 5.30টা ৷ কিন্তু তার মধ্যে সেই নথি জেলে না-পৌঁছনোয় জানিয়ে দেওয়া হয় যে, শুক্রবারও জেলেই কাটাতে হবে আরিয়ানকে ৷ তাঁকে মুক্তি দেওয়া হবে শনিবার সকালে ৷

আরও পড়ুন:Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলে থাকছেন আরিয়ান

এর আগে আদালতের নির্দেশমতো আরিয়ানের জামিনদার হিসেবে স্বাক্ষর করেন বলিউডের অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla) ৷ আরিয়ানকে এক লক্ষ টাকার বন্ড দিতে হয়েছে ৷ জামিনের শর্তের কথাও জানিয়ে দেয় বম্বে হাইকোর্ট (Bombay HC) ৷ প্রতি শুক্রবার তাঁকে এনসিবি অফিসে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সাম্বরে ৷ জমা দিতে হয় আরিয়ানের পাসপোর্ট ৷

আরও পড়ুন :Suhana Khan : আরিয়ান জামিন পেতেই আবেগঘন পোস্ট বোন সুহানার

আরিয়ানের জামিনে মোট 14টি শর্ত দিয়েছে বম্বে হাইকোর্ট ৷ পুলিশকে না-জানিয়ে মুম্বই ছাড়তে পারবেন না শাহরুখ-পুত্র ৷ তাঁকে প্রতি শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এনসিবি-র অফিসে গিয়ে হাজিরা দিতে হবে ৷ আদালতের শুনানিতে ও তদন্তের প্রয়োজনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ আরিয়ানকে তাঁর পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হয়েছে ৷ এ ছাড়াও দেশ ছেড়ে কোথাও না-যাওয়া, একই ধরনের ঘটনায় জড়িয়ে না-পড়া, তাঁর বন্ধু আরবাজ-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ না-করা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা না-বলার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ানকে ৷ জামিনের এই শর্তগুলির মধ্যে কোনও একটি লঙ্ঘন করা হলে, এনসিবি স্টারকিডের জামিন বাতিলের আবেদন জানাতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন:Aryan Khan’s bail: আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের

ABOUT THE AUTHOR

...view details