মুম্বই, 30 অক্টোবর: বলিউডের মেগাস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আজ ৷ কিছুক্ষণের মধ্যেই জেল থেকে মুক্তি পাবেন তাঁর ছেলে আরিয়ান খান (Aryan Khan) ৷ মাদক মামলায় (Drug Case) গ্রেফতার হওয়ার 27 দিন পর তিনি মন্নতে ফিরবেন ৷ ছেলেকে বাড়ি ফেরাতে আর্থার রোড সংশোধনাগারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কিং খান ৷
আর্থার রোড সংশোধনাগারের সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, "আমরা আরিয়ান খানের রিলিজ অর্ডার পেয়েছি ৷ তাঁর মুক্তির প্রক্রিয়া 1-2 ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ৷" জেলের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, 10.30টা থেকে 12টার মধ্যে ছাড়া পেতে পারেন আরিয়ান ৷ আজ সকাল সকাল তিনটি এসইউভি নিয়ে মন্নত ছাড়তে দেখা যায় শাহরুখ খানকে ৷ ছেলেকে ফিরিয়ে আনতে তিনি সোজা ছুটেছেন আর্থার রোড সংশোধনাগারে ৷
গতকালও জেলে গিয়েছিলেন বলিউডের বাদশা ৷ আশা ছিল, শুক্রবার রাতেই তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন ৷ আদালতে রায়দানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরিয়ানের মুক্তির নির্দেশের নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনাগারে পৌঁছায়নি ৷ ডেডলাইন ছিল বিকেল 5.30টা ৷ কিন্তু তার মধ্যে সেই নথি জেলে না-পৌঁছনোয় জানিয়ে দেওয়া হয় যে, শুক্রবারও জেলেই কাটাতে হবে আরিয়ানকে ৷ তাঁকে মুক্তি দেওয়া হবে শনিবার সকালে ৷
আরও পড়ুন:Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলে থাকছেন আরিয়ান