মুম্বই, 30 অক্টোবর :দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan Release) ৷ তাঁর রিলিজ অর্ডার পাওয়ার পর আজ সকালে যাবতীয় প্রক্রিয়া সেরে তাঁকে মুক্তি দেয় আর্থার রোড সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে আনতে গিয়েছিলেন স্বয়ং কিং খান ৷ শাহরুখ-পুত্রকে স্বাগত জানাতে মন্নতের বাইরে নামে মানুষের ঢল ৷ ঢোল, পোস্টার, ব্যানারে আরিয়ানের মুক্তির উদযাপন করলেন শাহরুখের অনুরাগীরা ৷
আজ সকাল সকাল তিনটি এসইউভি নিয়ে মন্নত ছাড়তে দেখা যায় শাহরুখ খানকে ৷ ছেলেকে ফিরিয়ে আনতে তিনি ছুটে যান আর্থার রোড সংশোধনাগারে ৷ সকালেই সংশোধনাগারের সুপার নীতিন ওয়েচাল বলেছিলেন, "আমরা আরিয়ান খানের রিলিজ অর্ডার পেয়েছি ৷ তাঁর মুক্তির প্রক্রিয়া 1-2 ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ৷" জেলের আধিকারিকরা জানিয়েছিলেন, 10.30টা থেকে 12টার মধ্যে ছাড়া পাবেন আরিয়ান ৷ তবে আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ 10.30টার পরই মুক্তি দেওয়া হয় আরিয়ানকে ৷ তাঁর মুক্তির আগে আর্থার রোড সংশোধনাগারের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ ৷ কড়া নিরাপত্তায় জেল থেকে বেরিয়ে শাহরুখের গাড়িতে উঠে পড়েন আরিয়ান ৷
আরও পড়ুন: Aryan Khan: কিছুক্ষণ পরই মুক্তি, আরিয়ানকে বাড়ি ফেরাতে আর্থার রোড জেলে হাজির শাহরুখ