মুম্বই, 28 অক্টোবর : 25 দিন পরবম্বে হাইকোর্টে জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)৷ বম্বে হাইকোর্টে (Bombay High Court) বিচারপতি এনডব্লিউ সাম্বরের সিঙ্গল বেঞ্চ আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে ৷ বিস্তারিত রায় শুক্রবার সকালে প্রকাশিত হবে বলে জানান বিচারপতি ৷ সেই রায় যতক্ষণ না আদালত প্রকাশ করছে, ততক্ষণ অভিযুক্তদের আদালতেই কাটাতে হবে ৷ আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি (Mukul Rohatgi) জানিয়েছেন, শুক্রবার অথবা শনিবার তাঁরা তিনজনই জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে ৷
গত 2 অক্টোবর মুম্বই-গোয়া তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটক হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান ৷ 3 অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷ এর আগে দু'বার তাঁর জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত ৷ এরপর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান, আরবাজ ও মুনমুন ৷ পরপর তিন দিন মামলার শুনানি চলে হাইকোর্টে ৷ দু'দিন শুনানি মুলতুবি হওয়ার পর আজ ফের শুনানি শুরু হয় ৷
এ দিন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি তাঁর সওয়ালে দাবি করেন, "জাহাজে আরবাজ ও অচিত ছাড়া আর কারওকে চিনতেন না আরিয়ান ৷ অচিতকে চারদিন পর গ্রেফতার করা হয় ৷ বলা হচ্ছে তিনি ডিলার এবং তাঁর কাছ থেকে 2.4 গ্রাম মাদক পাওয়া গিয়েছে ৷ একজনের কাছে 200 গ্রাম মাদক থাকলে তাঁকে ডিলার বলা হয় ৷"
আরও পড়ুন:Sameer Wankhede: মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ! উদ্ধবকে চিঠি সমীরের স্ত্রীর