মুম্বই, 20 অক্টোবর: আজ কি মুক্তি পাবেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মুম্বইয়ের আনাচে কানাচে ৷ মাদক মামলায় (Drug Case) এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া আরিয়ানের জামিনের আবেদনের রায়ের (Bail Plea Order) শুনানি আজ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে (Special NDPS Court) হওয়ার কথা ৷
এর আগে, গত 14 অক্টোবর শুনানি হয় এই মামলার ৷ জামিনের আবেদনের প্রেক্ষিতে নির্দেশ রিজার্ভ রাখে আদালত ৷ বিচারক ভিভি পাতিল জানিয়ে দেন, দশেরা উৎসবের কারণে মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর ৷ মুম্বইয়ের স্পেশাল দায়রা আদালতের বিচারক ভিভি পাতিলের এজলাসে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি চলছে ৷ শেষ দিন আদালতে হাজির ছিলেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানেশিণ্ডে ৷ তাঁরা আদালতে বলেন, ওই ক্রুজে মাদক পার্টি চলাকালীন আরিয়ান সেখানে ছিলেন না, তিনি মাদক নেননি এবং তাঁর থেকে মাদক উদ্ধারও হয়নি ৷ পাল্টা তদন্তকারী সংস্থা এনসিবি'র আইনজীবীরা বলেন, তদন্তকারীরা দিনরাত পরিশ্রম করছেন এই মামলার তদন্তের জন্য ৷ তাই এখন আরিয়ান ছাড়া পেলে এই মামলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে ৷
আরও পড়ুন:Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়