পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 26, 2021, 5:07 PM IST

ETV Bharat / sitara

Aryan Khan : আরিয়ানের জামিনের আবেদনের শুনানিতে জোরালো সওয়াল রোহাতগির

আরিয়ান খানের জামিনের আবেদনের (Aryan Khan's drug case) শুনানি শুরু হয়েছে বম্বে হাইকোর্টে (Bombay High Court) ৷ জোরালো সওয়াল করছেন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি (Mukul Rohatgi)৷

Aryan Khan's drug case
আরিয়ান খান

মুম্বই, 26 অক্টোবর:আরিয়ান খানের (Aryan Khan) থেকে কিছুই উদ্ধার হয়নি ৷ তিনি মাদক নিয়েছেন, কোনও মেডিক্যাল রিপোর্টেও তার উল্লেখ নেই ৷ বম্বে হাইকোর্টে (Bombay High Court) শাহরুখ খানের পুত্রের জামিনের আবেদনের মামলায় নিজের সওয়ালে এ কথা বললেন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি (Mukul Rohatgi)৷

রোহাতগি এ দিন বলেন, "আরবাজ মার্চেন্টের কাছে 6 গ্রাম চরস ছিল, যেটা তার জুতোর থেকে উদ্ধার করা হয়েছিল ৷ আরবাজ সেটা অস্বীকার করছে ৷ সেটা আমার ভাবার বিষয় নয় ৷ ও শুধু আরিয়ানে বন্ধু, এটুকুই ৷" পুলিশ অফিসার না-হয়েও পুলিশের ক্ষমতা কীভাবে প্রয়োগ করলেন আধিকারিকরা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ এ প্রসঙ্গে তিনি টেনে আনেন গত বছর তুফান সিং মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কথা ৷ তবে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এক সাক্ষী ঘুষ নেওয়ার যে অভিযোগ তুলেছেন, সে প্রসঙ্গ এ দিন এড়িয়ে যান আরিয়ানের আইনজীবী ৷

আরও পড়ুন:Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের

সকাল থেকেই কোর্টরুম চত্বরে ছিল টানটান উত্তেজনা ৷ আরিয়ান খানের জামিনের আবেদন মামলার শুনানি দেখতে ভিড় জমে যায় বম্বে হাইকোর্টে ৷ শুরুতেই বিচারপতি সাম্বরে জানিয়ে দেন যে, কোভিড বিধি মানা না-হলে তিনি শুনানি শুরু করবেন না ৷ জানা গিয়েছে, শুধুমাত্র 45 থেকে 70 নম্বরের মামলার জন্য যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের বাদ দিয়ে সবাইকে আদালতের বাইরে যেতে নির্দেশ দেন বিচারপতি ৷ আরিয়ানের মামলা ছিল 57 নম্বরে ৷ এরপর কোর্টরুম খালি হলে শুরু হয় শুনানি ৷ আরিয়ানের হয়ে সওয়াল করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি ৷

আরও পড়ুন:Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

ABOUT THE AUTHOR

...view details