মুম্বই, 21 অক্টোবর :আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করা হল বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে (Ananya Panday)৷ তাঁকে আবারও আগামিকাল জেরা করা হবে ৷ শুক্রবার বেলা 11টায় তাঁকে হাজিরা দিতে বলেছে এনসিবি ৷
আজ বাবা চাঙ্কি পাণ্ডেকে সঙ্গে নিয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) দফতরে হাজিরা দেন অনন্যা পাণ্ডে ৷ আরিয়ান খান মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয় চাঙ্কি পাণ্ডের কন্যাকে ৷ যাঁর নেতৃত্বে মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীতে হানা দিয়ে শাহরুখ খানের পুত্রকে গ্রেফতার করা হয়েছিল, এনসিবি-র মুম্বই শাখার সেই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েই অনন্যাকে জেরা করেন বলে জানা গিয়েছে ৷
জিজ্ঞাসাবাদের সময় সমীর ওয়াংখেড়ের সঙ্গে তদন্তকারী অফিসার ভিভি সিং-ও ছিলেন ৷ এ ছাড়াও ছিলেন এনসিবি-র একজন মহিলা আধিকারিক ৷ 22 বছরের অনন্যা পাণ্ডে আরিয়ানকে কখনও মাদক সেবন করতে দেখেছেন কি না, কোথা থেকে শাহরুখ-পুত্র মাদক পান, অনন্যাও আরিয়ানের সঙ্গে মাদক সেবন করেছেন কি না, আরিয়ান কী ধরনের মাদক সেবন করেন, কে তাঁকে মাদক সরবরাহ করে - এমনই নানা প্রশ্ন অনন্যাকে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:Aryan Khan drug case: শাহরুখের মন্নতে এনসিবি, সমন অনন্যা পাণ্ডেকে
এনসিবি-র একটি দল আজ সকালে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় ৷ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর অনন্যাকে সমন পাঠানো হয় ৷ জানা গিয়েছে, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক প্রসঙ্গে অনন্যার কথা হয়েছে বলে জানতে পেরেছে এনসিবি ৷ বুধবার আরিয়ার খানের জামিনের শুনানির আগে বিশেষ এনডিপিএস আদালতে সেই চ্যাটের মেসেজ পেশ করা হয় ৷