পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sameer Wankhede: আরিয়ান মামলার তদন্ত থেকে সমীর ওয়াংখেড়েকে সরানো নিয়ে ধোঁয়াশা - সমীর ওয়াংখেড়ে

আরিয়ান খান মামলার (Aryan Khan Case) তদন্ত থেকে সরানো হল তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) ৷ তাঁর বিরুদ্ধে 8 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল ৷

Aryan Khan Case: NCB's Sameer Wankhede Removed From Drugs-On-Cruise investigation
আরিয়ান মামলার তদন্ত থেকে সরানো হল সমীর ওয়াংখেড়েকে

By

Published : Nov 5, 2021, 7:45 PM IST

Updated : Nov 5, 2021, 10:56 PM IST

মুম্বই, 5 নভেম্বর: আরিয়ান খান মামলার (Aryan Khan Case) তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)৷ তাঁর বিরুদ্ধে 8 কোটি টাকা ঘুষ ও তোলা নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ যদিও সমীরের দাবি, তাঁকে তদন্ত থেকে সরানো হয়নি ৷ পাশাপাশি এনসিবিও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোনও অফিসার থেকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরানো হয়নি ৷

আরিয়ান ও বাকি যে চার অভিযুক্তের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত সমীর করছিলেন, এ বার সেই তদন্তের দায়িত্ব সামলাবে শীর্ষ পুলিশকর্তা সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল ৷ যদিও এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীরের দাবি, তাঁকে সরানো হয়নি ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন, "আমাকে তদন্ত থেকে সরানো হয়নি ৷ আদালতে আমিই রিট পিটিশন দিয়েছিলাম যাতে এই মামলাগুলির তদন্ত কেন্দ্রীয় সংস্থাই করে ৷ তাই আরিয়ান খান ও সমীর খান মামলার তদন্ত দিল্লি এনসিবি-র বিশেষ তদন্তকারী দলই করবে ৷ এটা দিল্লি ও মুম্বই এনসিবি দলের মধ্যে সমন্বয় সাধন ৷"

তদন্তের শীর্ষে থাকা সঞ্জয় কুমার সিং একজন ডিডি ব়্যাঙ্কের অফিসার ৷ তাঁকে দেওয়া হয়েছে মোট পাঁচটি মামলার দায়িত্ব ৷ এর মধ্যে নবাব মালিকের ছেলে সমীর খানের মামলাও রয়েছে ৷ শনিবারই মুম্বই পৌঁছবে দিল্লি এনসিবি-র দল ৷ এনসিবির তরফে জানানো হয়েছে, আরিয়ান-সহ পাঁচটি মামলার যোগ সারা দেশজুড়ে রয়েছে ৷ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সঞ্জয় কুমার সিং-এর নেতৃত্বে মামলাগুলির তদন্ত করবে সেন্ট্রাল জোন টিম ৷

আরও পড়ুন:Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) ও আরিয়ান মামলায় এনসিবি-র সাক্ষী প্রভাকর সৈল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার পরই এই নিয়ে শোরগোল শুরু হয় ৷ এনসিবি কর্তা 8 কোটি টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ করেন প্রভাকর ৷ নবাব মালিক সমীরের বিরুদ্ধে মিথ্যে জাতি শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছিলেন ৷

আরও পড়ুন:Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

নবাব মালিকের আরও অভিযোগ ছিল, 2 লাখ টাকার জুতো, 20 লাখ টাকার ঘড়ি, 50,000 টাকার বেশি দামি শার্ট ও 30,000 টাকার বেশি দামি টি-শার্ট পরেন আরিয়ান খানের মামলার তদন্তের দায়িত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর শীর্ষ আধিকারিক সমীর ওয়াংখেড়ে ৷ যদিও এনসিপি নেতার এই অভিযোগ উড়িয়ে দেন এনসিবি কর্তা ৷ তাঁর দাবি, এসব গুজব ৷ তাঁর আইনজীবী বোন ও জেলবন্দি এক মাদক পাচারকারীর মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট করার যে অভিযোগ নবাব মালিক তুলেছেন, তারও কড়া ভাষায় জবাব দেন সমীর ওয়াংখেড়ে ৷

আরও পড়ুন:Sameer Wankhede : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার নয় ওয়াংখেড়েকে, আদালতে জানাল মহারাষ্ট্র সরকার

Last Updated : Nov 5, 2021, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details