মুম্বই, 5 নভেম্বর: আরিয়ান খান মামলার (Aryan Khan Case) তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)৷ তাঁর বিরুদ্ধে 8 কোটি টাকা ঘুষ ও তোলা নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ যদিও সমীরের দাবি, তাঁকে তদন্ত থেকে সরানো হয়নি ৷ পাশাপাশি এনসিবিও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোনও অফিসার থেকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরানো হয়নি ৷
আরিয়ান ও বাকি যে চার অভিযুক্তের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত সমীর করছিলেন, এ বার সেই তদন্তের দায়িত্ব সামলাবে শীর্ষ পুলিশকর্তা সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল ৷ যদিও এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীরের দাবি, তাঁকে সরানো হয়নি ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন, "আমাকে তদন্ত থেকে সরানো হয়নি ৷ আদালতে আমিই রিট পিটিশন দিয়েছিলাম যাতে এই মামলাগুলির তদন্ত কেন্দ্রীয় সংস্থাই করে ৷ তাই আরিয়ান খান ও সমীর খান মামলার তদন্ত দিল্লি এনসিবি-র বিশেষ তদন্তকারী দলই করবে ৷ এটা দিল্লি ও মুম্বই এনসিবি দলের মধ্যে সমন্বয় সাধন ৷"
তদন্তের শীর্ষে থাকা সঞ্জয় কুমার সিং একজন ডিডি ব়্যাঙ্কের অফিসার ৷ তাঁকে দেওয়া হয়েছে মোট পাঁচটি মামলার দায়িত্ব ৷ এর মধ্যে নবাব মালিকের ছেলে সমীর খানের মামলাও রয়েছে ৷ শনিবারই মুম্বই পৌঁছবে দিল্লি এনসিবি-র দল ৷ এনসিবির তরফে জানানো হয়েছে, আরিয়ান-সহ পাঁচটি মামলার যোগ সারা দেশজুড়ে রয়েছে ৷ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সঞ্জয় কুমার সিং-এর নেতৃত্বে মামলাগুলির তদন্ত করবে সেন্ট্রাল জোন টিম ৷
আরও পড়ুন:Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক