পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ - শাহরুখ খান

মাদক মামলায় 25 দিন পর জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan Bail)৷ আগামী 2 নভেম্বর জন্মদিনে ছেলেকে কাছে পাবেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)৷

Aryan Khan Bail: Shah Rukh Khan's Son's 25 days in jail
25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

By

Published : Oct 28, 2021, 6:54 PM IST

মুম্বই, 28 অক্টোবর : সামনেই ছিল উৎসবের মরসুম ৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল ৷ 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে প্রমোদতরীতে পার্টি করতে গিয়েছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan Bail)৷ তবে সেখান থেকে যে তাঁর ঠিকানা হবে জেলের চার দেওয়াল, তা হয়তো ভাবতেও পারেননি তিনি ৷ 3 অক্টোবরের ভোর থেকে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ল খবরটা ৷ মাদক পার্টি থেকে বলিউডের স্টারকিডকে আটক করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ৷ নামটা প্রকাশ্যে আসতেও বেশি সময় নেয়নি ৷ খবর এল, সেই স্টারকিড আর কেউ নন ৷ বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ৷ তোলপাড় পড়ে গেল গোটা দেশে ৷

প্রত্যেক সংবাদমাধ্যমে তখন শিরোনামে একটাই খবর ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল আরিয়ানকে ৷ নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে রীতিমতো সংগ্রাম করে রাজ্যপাঠ গড়ে তোলা শাহরুখ খানের মাথায় যেন বাজ ভেঙে পড়ল ! এই ঘটনা যে তাঁকে কতটা আঘাত করেছে, তা বুঝতে অসুবিধে হয়নি তাঁর ভক্তদের ৷ শাহরুখ-পত্নী গৌরী খানকে আইনজীবী নিয়ে ছুটোছুটি করতে দেখা গেলেও নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন এসআরকে ৷ তাঁকে একবারও সামনে আসতে দেখা যায়নি ৷ তবে ছেলের মুক্তির জন্য তিনি শুরু করে দেন জীবনপণ লড়াই ৷ আরিয়ানের মামলা লড়ার জন্য তিনি নিয়োগ করেন দুঁদে আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে ৷ এক সময়ে সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সলমন খান (Salman Khan) ও রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) মামলা যিনি নিজে হাতে সামলেছেন, ছেলের মুক্তির জন্য তাঁর উপর ভরসা রাখেন শাহরুখ ও গৌরী ৷ তবে 8 অক্টোবর প্রথমবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷

আরও পড়ুন:Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও

সে দিনই আবার ছিল গৌরীর জন্মদিন ৷ কিন্তু জন্মদিনের উপহারটা অধরাই রয়ে যায় শাহরুখের স্ত্রীর ৷ ফারহা খান, সুজান খান-সহ তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা শক্তি জুগিয়ে তাঁর পাশে দাঁড়ান, জন্মদিনে আরও শক্ত হওয়ার বার্তা দেন গৌরীকে ৷ এরপর শুধু তারিখ পে তারিখ ৷ এজলাস বদলেছে ৷ আইনজীবী বদলেছে ৷ এসেছে একের পর সওয়াল ও জবাব ৷ তবে আর্থার রোড জেল থেকে মন্নতে ফেরা হয়নি আরিয়ান খানের ৷ কেটে গিয়েছে একের পর এক উৎসব ৷ মায়ের জন্মদিনের পর ছেলেকে ছাড়াই নবরাত্রি কাটাতে হয় শাহরুখ ও গৌরীকে ৷ শোনা যায় যে, নবরাত্রিতে ছেলের মুক্তির জন্য মানত করেছিলেন গৌরী খান ৷ শুধু তাই নয়, বাড়ির রাঁধুনিদের তিনি কড়া ভাবে জানিয়ে দিয়েছিলেন যে, যতই উৎসব থাক, ছেলে বাড়ি ফেরার আগে কোনও মিষ্টি যেন না-রাঁধা হয় মন্নতে ৷ তবে দ্বিতীয় প্রচেষ্টাতেও মেলেনি জামিন ৷

আরও পড়ুন:Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

আরিয়ানের খরচ চালানোর জন্য জেলে 4,500 টাকা মানি অর্ডার পাঠিয়ে দেন শাহরুখ ৷ নিয়ম অনুযায়ী সংশোধনাগারে নিজের খরচ চালানোর জন্য সর্বাধিক 4,500 টাকার মানি অর্ডার পেতে পারেন জেলবন্দি ৷ কোভিড বিধির কথা মাথায় রেখে বন্দিদের ভিডিয়ো কলে পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, শাহরুখ ও গৌরীর 30তম বিবাহবার্ষিকীতে বাবা-মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার অনুমতি চেয়ে নেন আরিয়ান ৷ আরও কয়েকবার ভিডিয়ো কলেই শাহরুখ-গৌরীর সঙ্গে কথা হয়েছে তাঁর ৷ এরই মাঝে একদিন জেলে গিয়ে আরিয়ানের সঙ্গে দেখাও করেন শাহরুখ ৷ জানা গিয়েছে, বাবা ও ছেলে দু'জনেই সে দিন চোখের জল চেপে রাখতে পারেননি ৷

আরও পড়ুন:Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

দু'বার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান ৷ হাল ছাড়ার পাত্র ছিলেন না শাহরুখ ৷ এ বার তিনি ছেলের আইনজীবী হিসেবে নিয়োগ করেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগিকে ৷ তিনিই বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের পক্ষে সওয়াল করেন ৷ টানা তিনদিন ধরে সওয়াল-জবাবের পর অবশেষে জামিন পেলেন স্টারকিড ৷ এখন তাঁর জেল থেকে মুক্তি সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন:Aryan Khan Case : আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহতগি

সামনেই দীপাবলি ৷ তার আগে 2 নভেম্বর রয়েছে কিং খানের জন্মদিন ৷ আরিয়ানের মুক্তি যে তাঁর বাবার কাছে এ বারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার, তা বলাই বাহুল্য ৷ এই ঘটনাই দীপাবলিতে আলোকিত করবে শাহরুখের পরিবারকে ৷ তবে তা কতদিন স্থায়ী হয়, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details