পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ - আরিয়ান খানের খবর

আরিয়ান (Aryan Khan) ড্রাগ নিলে বা সেক্স করলে তাঁর কোনও আপত্তি নেই ৷ 23 বছর আগে ছেলে জন্মানোর পর গৌরীকে সামনে বসিয়ে রসিকতার ছলে এ কথা বলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷ তাঁর সেই মন্তব্যের ভিডিয়োই আজ ভাইরাল নেট মাধ্যমে ৷

Aryan Khan arrest: Trolls make old video viral where Shah Rukh Khan said, 'my son can do drugs'
আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; বলেছিলেন শাহরুখ

By

Published : Oct 3, 2021, 6:44 PM IST

মুম্বই, 3 অক্টোবর:আশ্চর্য সমাপতন ! মাদক সেবনের জন্য এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) ৷ আজ থেকে 23 বছর আগে ছেলের মাদক সেবন নিয়ে মন্তব্য করেছিলেন বলিউডের বাদশা ৷ মজার ছলে হলেও তিনি সাফ জানিয়ে ছিলেন যে, তিনি তাঁর ছেলেকে সবরকম স্বাধীনতা দেবেন ৷ তিনি তাঁর তারুণ্যে যা যা করতে পারেননি, তার সবকিছু করতে দেবেন ৷ এমনকী ছেলে মহিলাদের শরীরী-সঙ্গে জড়িয়ে পড়লেও বা মাদক সেবন করলেও তাতে আপত্তি জানাবেন না ৷ নেহাতই রসিকতার ছলে শাহরুখ খানের বহু পুরনো এই মন্তব্যের ভিডিয়ো আজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ সৌজন্যে তাঁর পুত্র, আরিয়ান খান ৷

23 বছর আগে প্রথম পুত্র আরিয়ানের জন্ম দেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ৷ সেই সময় সিমি গারেওয়ালের টক শো-তে এসে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছিলেন সস্ত্রীক এসআরকে ৷ সেই ভিডিয়োরই অংশবিশেষ আজ দিনভর ঘুরেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিয়োয় শাহরুখ বলছেন, তাঁর পুত্রকে তিনি সব রকমের স্বাধীনতা দিতে চান ৷

শাহরুখ বলেন,"যখন ও 3-4 বছরের হবে, তখন ওকে বলব তুমি মেয়েদের পেছনে দৌড়তে পার ৷ বলব, সে মাদক নিতে পারে, সেক্স করতে পারে ৷" উপস্থাপক যখন জিজ্ঞেস করেন, ছেলের 3 বছর বয়সেই এ সব বলবেন ? তখন কিং খানের জবাব ছিল, "জীবনটা তাড়াতাড়ি শুরু হওয়া উচিত ৷ আমি চাইব আমি আমার তারুণ্যে যা করতে পারিনি, ও যেন সেগুলো সব করতে পারে ৷"

আরও পড়ুন:Aryan Khan : মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

হাল্কা চালে বলা এই কথাই যে এ ভাবে তাঁর দিকে বুমেরাং হয়ে ফিরে আসবে, তা বোধহয় আন্দাজ করতে পারেননি স্বয়ং শাহরুখও ৷ আরিয়ান আটক হওয়ার পর তাঁর সাক্ষাৎকারের এই ক্লিপিং যেন কবর খুঁড়ে বের করে আনেন নেট নাগরিকরা ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো ৷ এই ভিডিয়ো নেট নাগরিকদের আরও রোষের মুখে ফেলে দেয় এসআরকে ও তাঁর পুত্রকে ৷

আরও পড়ুন:Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

মুম্বইয়ের প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টি থেকে হাতেনাতে তাঁর পুত্র আরিয়ান খানকে আটক করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ প্রায় 16 ঘণ্টা জেরা করার পর স্টার কিডকে গ্রেফতার করা হয় ৷ এনডিপিএস-এর 27 নং ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে ৷ তাঁর হয়ে মামলা লড়বেন সতীশ মানশিণ্ডে ৷ এ দিন আদালতে যেতে দেখা গিয়েছে আরিয়ানের মা গৌরীকে ৷ পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে তাঁর ছবি ৷ তবে এখনও পর্যন্ত শাহরুখের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ বা তাঁকে দেখাও যায়নি ৷ সূত্রের খবর, আরিয়ান নিয়মিত মাদক সেবন করেন কি না, বা নিজের কাছে মাদক রাখেন কি না, কিংবা মাদক চক্রের সঙ্গে তাঁর প্রত্যক্ষ কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে এনসিবি ৷ এর জন্য আরিয়ানের মোবাইল ফোন ঘেঁটে দেখা হবে ৷

আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

ABOUT THE AUTHOR

...view details