পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aryaa Banerjee Reactions :"ভেবেছিলাম কেউ এপ্রিল ফুল বানাচ্ছে", পুরস্কৃত হওয়ার খবরে আবেগী আর্যা - টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন আর্যা বন্দ্যোপাধ্যায়

'টেলি আকাদেমি অ্যাওয়ার্ড'-এ সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন আর্যা বন্দ্যোপাধ্যায় ৷ কেমন অনুভূতি জানালেন অভিনেত্রী (Aryaa Banerjee Reactions on Winning The Best Co Actress Award)৷

Aryaa Banerjee got the award best co-actress
"ভেবেছিলাম কেউ এপ্রিল ফুল বানাচ্ছে", 'টেলি আকাদেমি অ্যাওয়ার্ড'এ পুরষ্কৃত হওয়ার খবরে আবেগী আর্যা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 11, 2022, 5:23 PM IST

কলকাতা,11 মার্চ : টেলিভিশনের ফিরকিকে সম্ভবত মনে আছে বাংলা টেলি দর্শকদের সকলেরই । 'ফিরকি' ধারাবাহিকের ফিরকির মা লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায় । হঠাৎ করেই সম্প্রচার বন্ধ হয়ে যায় এই ধারাবাহিকের । কারণ সেই একটাই টিআরপি নেই । পাশাপাশি যেহেতু ধারাবাহিকটি বৃহন্নলাদের জীবন ঘিরে আবর্তিত হত, তাঁদের উপস্থিতি ধারাবাহিকে বেশিরভাগ সময়েই বহাল থাকত । সূত্রের খবর, চ্যানেলের দাবি ছিল লক্ষ্মী মাসিদের পর্দায় দেখলেই নাকি চ্যানেল ঘুরিয়ে দিত দর্শক । এহেন নানা বিতর্কে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক ।

এরপর আর কোনও বাংলা ধারাবাহিকে দেখাও যায়নি আর্যা বন্দ্যোপাধ্যায়কে । কাজ করেছেন দক্ষিণে এবং মুম্বইতে । মালয়ালম ছবি 'মৃছাকাটিকাম' ছবিতে অভিনয় করছেন আর্যা । দু'দিনের শ্যুটিং বাকি । খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই ছবি । একইসঙ্গে মুম্বইতেও ভয়েস আর্টিস্ট-এর কাজও করছেন তিনি । এক নারী হয়েও বৃহন্নলার চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন আর্যা । আর তারই প্রমাণ মিলল 'টেলি আকাদেমি অ্যাওয়ার্ড'-এ । সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি । এই পুরস্কার তিনি ছাড়াও পেয়েছেন লাবণী সরকার ।

তিনিও দাপিয়ে অভিনয় করছেন টেলিভিশনে । এদিন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিয়ে আপ্লুত আর্যা (Aryaa Banerjee Reactions on Winning The Best Co Actress Award)। ইটিভি ভারতকে বলেন, "প্রথমে যখন আমি ফোনটা পাই তখন ভেবেছিলাম, কেউ বোধহয় 1 এপ্রিলের আগেই আমায় এপ্রিল ফুল বানাচ্ছে । পরে যখন পরিচালক সুদেষ্ণাদি আমায় ফোন করেন তখন বিশ্বাস হয় । আমি যে এখন পাকাপাকিভাবে মুম্বইতে থাকি সেটা অনেকেই জানেন না । তাই অনুষ্ঠানের আগের দিন আমায় ফোন করা হয় । তড়িঘড়ি 10 মার্চ ভোর 5 টার ফ্লাইট ধরে আমি কলকাতায় আসি । এরপর আমার মেক আপ আর্টিস্ট লোকনাথের বাড়িতে উঠে স্নান-খাওয়া সেরে রেডি হয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পৌঁছই । অদ্ভুত ভাল একটা দিন ছিল 10 মার্চ।"

আরও পড়ুন: ঝুলন গোস্বামী হয়ে উঠতে লাগাতার পরিশ্রম বিরাট-ঘরণীর

এই মুহূর্তে নিজের শহরেই আছেন আর্যা । বেশ কয়েকটি কাজের কথা চলছে কলকাতায় । সেগুলি নিয়ে কিছু মিটিং সেরে ফিরবেন মুম্বই । এর মাঝে দু‘টি বাংলা চ্যানেল থেকে ডাক পেলেও সময় দিতে না পারায় কাজগুলি করতে পারেননি তিনি । তবে, ভাল গল্প ভাল চরিত্র পেলে সময় সামলে নিশ্চয়ই কাজ করবেন বাংলায়, জানালেন ইটিভি ভারতকে । ভাল গল্প এবং চরিত্রের আশায় আছেন আর্যা । অভিনেত্রী বলেন, "এমন চরিত্র করতে চাই যে চরিত্র দিয়ে মানুষ আমায় মনে রাখবে চিরকাল । তাই খুব বেছে কাজ করি আমি ।"

ABOUT THE AUTHOR

...view details