মুম্বই, 12 জানুয়ারি : বি-টাউনে ফের বিচ্ছেদের গুঞ্জন ৷ কিছুদিন আগেই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন সুস্মিতা সেন ৷ এ বার জোর খবর, প্রেমের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অন্যতম চর্চিত কাপল মালাইকা অরোরা ও অর্জুন কাপুর (Arjun Kapoor Malaika Arora Break Up)৷ এই নিয়ে অভিনেত্রী এতটাই বিপর্যস্ত যে তিনি নাকি দরজায় খিল দিয়েছেন ৷ যদিও সরাসরি এ বিষয়ে কিছু জানাননি মালাইকা ও অর্জুন ৷ তবে তাঁদের ব্রেক-আপের জল্পনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
সম্পর্ক তৈরি হওয়ার পর বারবার খবরে এসেছেন অর্জুন ও মালাইকা ৷ চর্চা চলেছে তাঁদের 11 বছরের বয়সের ব্যবধান নিয়ে ৷ নিজেদের সম্পর্ক নিয়ে কোনও সময়ই রাখঢাক করতে দেখা যায়নি এই বলি জুটিকে ৷ বিভিন্ন সময়ে তাঁদের পাশাপাশি চলতে দেখা গিয়েছে ৷ নিজেদের ভাল মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিত এই লাভ বার্ডস ৷ শিগগিরই তাঁরা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিল ৷ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পর বলিউডের এই জুটিরই বিয়ের ফুল ফুটতে চলেছে বলেও জোর জল্পনা ছিল বিভিন্ন মহলে ৷ তবে নতুন বছরে বিয়ে নয়, এল ব্রেক-আপের খবর (Arjun Kapoor, Malaika Arora Break Up Rumours)৷
আরও পড়ুন:Malaika Arora's Birthday : 'শুধু তোমাকে খুশি দেখতে চাই', মালাইকার জন্মদিনে 'বিশেষ' বার্তা অর্জুনের