পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Arjun Kapoor Malaika Arora Break Up : অর্জুনের সঙ্গে সম্পর্কে ইতি ? মনের দুঃখে দরজায় খিল দিয়েছেন মালাইকা !

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের (Arjun Kapoor Malaika Arora Break Up) জল্পনা ৷ মনের দুঃখে নাকি ঘর থেকেই বেরোচ্ছেন না ছাঁইয়া ছাঁইয়া গার্ল ৷

Arjun Kapoor, Malaika Arora Break Up Rumours storm the internet
অর্জুনের সঙ্গে সম্পর্কে ইতি ? মনের দুঃখে দরজায় খিল দিয়েছেন মালাইকা !

By

Published : Jan 12, 2022, 12:47 PM IST

Updated : Jan 12, 2022, 1:26 PM IST

মুম্বই, 12 জানুয়ারি : বি-টাউনে ফের বিচ্ছেদের গুঞ্জন ৷ কিছুদিন আগেই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন সুস্মিতা সেন ৷ এ বার জোর খবর, প্রেমের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অন্যতম চর্চিত কাপল মালাইকা অরোরা ও অর্জুন কাপুর (Arjun Kapoor Malaika Arora Break Up)৷ এই নিয়ে অভিনেত্রী এতটাই বিপর্যস্ত যে তিনি নাকি দরজায় খিল দিয়েছেন ৷ যদিও সরাসরি এ বিষয়ে কিছু জানাননি মালাইকা ও অর্জুন ৷ তবে তাঁদের ব্রেক-আপের জল্পনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

সম্পর্ক তৈরি হওয়ার পর বারবার খবরে এসেছেন অর্জুন ও মালাইকা ৷ চর্চা চলেছে তাঁদের 11 বছরের বয়সের ব্যবধান নিয়ে ৷ নিজেদের সম্পর্ক নিয়ে কোনও সময়ই রাখঢাক করতে দেখা যায়নি এই বলি জুটিকে ৷ বিভিন্ন সময়ে তাঁদের পাশাপাশি চলতে দেখা গিয়েছে ৷ নিজেদের ভাল মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিত এই লাভ বার্ডস ৷ শিগগিরই তাঁরা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিল ৷ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পর বলিউডের এই জুটিরই বিয়ের ফুল ফুটতে চলেছে বলেও জোর জল্পনা ছিল বিভিন্ন মহলে ৷ তবে নতুন বছরে বিয়ে নয়, এল ব্রেক-আপের খবর (Arjun Kapoor, Malaika Arora Break Up Rumours)৷

আরও পড়ুন:Malaika Arora's Birthday : 'শুধু তোমাকে খুশি দেখতে চাই', মালাইকার জন্মদিনে 'বিশেষ' বার্তা অর্জুনের

একটি শীর্ষ বিনোদনের খবরের পোর্টাল তাদের এক্সক্লুসিভ প্রতিবেদনে এই খবরকে নিশ্চিত বলে দাবি করেছে ৷ বলিউড লাইফের দাবি, ভালবাসার সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন ও মালাইকা ৷ এর জেরে ছাঁইয়া ছাঁইয়া অভিনেত্রী এতটাই মানসিক ভাবে ভেঙে পড়েছেন যে, তিনি বাড়ির বাইরে পা রাখছেন না ৷ প্রতিবেদনটিতে বলা হয়েছে, "6 দিনেরও বেশি হয়ে গেল বাড়ির বাইরে বেরোননি মালাইকা অরোরা ৷ নিজেকে সম্পূর্ণ নিভৃতবাসে রেখেছেন তিনি ৷ শোনা যাচ্ছে যে, তিনি এতটাই দুঃখ পেয়েছেন যে, কিছুদিনের জন্য গোটা পৃথিবীর থেকে নিজেকে আলাদা করে রাখতে চেয়েছেন ৷ এই ক'দিনে অর্জুন কাপুর একবারও তাঁর সঙ্গে দেখা করতে যাননি..."

আরও পড়ুন:কোভিড ভেঙে দিয়েছে শরীর, লড়াই অব্যাহত মালাইকার

এখনও ব্রেক-আপের (Break Up of Arjun Kapoor Malaika Arora) খবর নিশ্চিত করেননি স্বয়ং অর্জুন ও মালাইকা ৷ তবে তাঁদের বিচ্ছেদের খবরে কষ্ট পেয়েছেন তাঁদের ভক্তরা ৷ তাঁরাও লক্ষ্য করেছেন যে, গত কয়েকদিনে একে-অপরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কোনও পোস্ট করেননি এই জুটি ৷

বড়দিনেও তাঁরা একসঙ্গে কাটিয়েছেন ৷ বড়দিন সেলিব্রেট করতে মালাইকার বাবা-মায়ের বাড়িতে যান অর্জুন ৷ তবে তিনি কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে চলে যাওয়ায় নতুন বছরের শুরুতে তাঁরা পাশাপাশি থাকতে পারেননি ৷

Last Updated : Jan 12, 2022, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details