কলকাতা : টলিউডের অন্যতম সুখী দম্পতি অর্জুন আর সৃজা । চিৎকার করে তাঁরা নিজেদের সুখের ঘোষণা করেন না বটে, তবে তাঁদের কেমিস্ট্রি বা বোঝাপড়া দেখলেই বোঝা যায় যে, কি ভালো দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা । আজ তাঁদের এনগেজমেন্টের পাঁচ বছর পূর্ণ হল ।
পাঁচ বছর পুরোনো সেই দিনটির কথা মনে করলেন অর্জুন । সেই অনুষ্ঠান, সেই জাঁকজমক, একে অপরের প্রতি মুগ্ধতা সবকিছু নিয়েই কেটেছিল দিনটা ।