কলকাতা : টলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেতার নাম অর্জুন চক্রবর্তী। ক্যারিয়ার শুরু 'গানের ওপারে' ধারাবাহিক দিয়ে। তারপর বড় পরদায় কাজ শুরু। বাংলা সিনেমার দুনিয়ায় একটু পরিচিতি পেতে পেতেই বাল্যবন্ধু সৃজাকে বিয়ে অর্জুনের। আর এখন তো স্ত্রী ও মেয়েকে নিয়ে জমিয়ে সংসার করছেন তিনি। দীপাবলিতে সৃজাকে চুম্বনরত ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় অর্জুনের।
নীল পাঞ্জাবী আর সাদা পাজামায় স্মার্ট অর্জুন। অন্যদিকে হলুদ সালোয়ার কামিজ় ও লাল ওড়নায় রূপসী সৃজা। নিজেদের সাজানো সুন্দর বাড়িতে সৃজাকে একমনে চুম্বন করছেন অর্জুন। দীপাবলিতে প্রকৃত অর্থেই তাঁদের বাড়িতে আলোয় আলো। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।