কলকাতা,16 মার্চ: প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবনযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নতুন ছবি 'মহানন্দা' তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল ( Arindam Sil New Film Mahananda)। মহানন্দার চরিত্রে পর্দায় দেখা যাবে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে । এবার হাজির হল এই ছবির গান । ফিরদৌসল হাসান এবং প্রবাল হালদার প্রযোজিত এই ছবিতে গার্গী রায়চৌধুরী ছাড়াও অভিনয় করছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায়-সহ আরও অনেক পরিচিত মুখ ।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত শিল্পী বিক্রম ঘোষ । গানগুলিতে কন্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, দীপান্বিতা আচার্য, তিমির বিশ্বাসের মত শিল্পীরা । 'মহানন্দা'-য় সবমিলিয়ে রয়েছে মোট সাতটি গান । কথা লিখেছেন শুভেন্দু দাস মুন্সি। প্রত্যেকটি গানেরই সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ । তবে, 'আপনি বাঁচলে' শীর্ষক গানটির কথা এবং সুর তিমির বিশ্বাসের । গান প্রকাশের এই অনু্ষ্ঠানে এদিন হাজির ছিলেন ছবির সমস্ত কলা কুশলীরা ।