পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ব্য়োমকেশ নিয়ে কথা বলতে চাই না", 'মগ্ন মৈনাক' প্রসঙ্গে বললেন অরিন্দম - Tollywood

পরিকল্পনা করেছিলেন। ইচ্ছেপ্রকাশ করেছিলেন যে নৈনিতালে হবে শুটিং। ব্যোমকেশের আগামী ছবি নিয়ে ETV Bharat-কে পরিচালক অরিন্দম শীল জানিয়েছিলেন যে তিনি 'মগ্ন মৈনাক' নিয়ে কাজ করতে চান।

অরিন্দম শীল

By

Published : May 10, 2019, 3:13 PM IST

কলকাতা : আজ সামনে এসেছে পরিচালক সায়ন্তন ঘোষাল 'মগ্ন মৈনাক' নিয়ে কাজ করছেন। সেই সঙ্গে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রতকে।

কয়েকমাস আগে ব্যোমকেশ সিরিজের গল্প 'মগ্ন মৈনাক' নিয়ে ছবি তৈরি করার কথা জানিয়েছিলেন অরিন্দম শীল। হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালে এসে তেমনটাই তিনি জানিয়েছিলেন ETV Bharat'এর প্রতিনিধিকে। কিন্তু, সদ্য পাওয়া খবর অনুযায়ী, ব্যোমকেশের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

Read more : 'মগ্ন মৈনাক' অবলম্বনে সায়ন্তনের ছবি, ব্যোমকেশের চরিত্রে পরমব্রত

এই প্রসঙ্গে অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি জানি অন্য একজন মগ্ন মৈনাকের উপর ব্যোমকেশ তৈরি করছে। খবরটা আমার কাছে এসেছে। এই সময় আমি ব্যোমকেশ নিয়ে একটা কথা বলতে চাই না। আমি এখন অন্য কাজে মত্ত। যাঁরা মগ্ন মৈনাক বানাতে চান, তাঁদেরকে আমার সাধুবাদ জানাই। এটুকুই বলতে পারি।"

তিনি কি আর মগ্ন মৈনাক বানাবেন? প্রশ্ন করায় অরিন্দম বলেন, "একজন পরিচালক যা চায়, তা তো হয় না। রাইটসটা যেহেতু আমার কাছে ছিল না। এবং এই প্রযোজক আমার সঙ্গে একটা কথা বলে, সেই কথাটা শেষ না করে অন্য জায়গায় চলে গেছে, সেটা তাঁর প্রেরোগাটিভ। তাঁর পার্সপেক্টিভ। আমি ব্যোমকেশ নিয়ে আপাতত ইন্টারেস্টেড নই।"

ABOUT THE AUTHOR

...view details