মুম্বই, 28 অক্টোবর: বলিউডে বিয়ের মরসুম ৷ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে ৷ এর মধ্যেই হাওয়ায় ভাসছে আরও এক সেলেব কাপলের বিয়ের খবর ৷ শোনা যাচ্ছে, রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটও (Alia Bhatt) তাঁদের বিয়েটা চলতি বছরেই সেরে ফেলবেন বলে ঠিক করেছেন ৷ সময়টা নাকি সেই ডিসেম্বরই (December) ৷
তবে এ ব্যাপারে নিজেরা কিছু জানাননি রণবীর-আলিয়া ৷ তাঁদের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেও বিয়ের তারিখ নিয়ে নিশ্চিত খবর শোনা যায়নি, অভিনেতা রণধীর কাপুর (Randhir Kapoor) ও আলিয়ার মা সোনি রাজদানের (Soni Razdan) থেকে ৷ তবে শোনা যাচ্ছে যে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পথ ধরেই আলিয়া-রণবীরের ডেস্টিনেশন ওয়েডিং হতে চলেছে ইতালিতে ৷
ডিসেম্বরেই আলিয়া ও রণবীর বিয়ে করছেন বলে বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে ৷ সেই সময়টায় হাতে কোনও কাজও রাখেননি সেলিব্রিটি জুটি ৷ এই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা রণধীর কাপুর বলেছেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না ৷ বিয়ের তারিখ নিয়ে যে জল্পনা রটেছে, সে ব্যাপারেও তাঁর কোনও ধারণা নেই বলে তিনি জানিয়েছেন ৷ রণবীর হয় সেই সময়, নয়তো অন্য কোনও সময়ে বিয়ে করবেন, তবে এ ব্যাপারে তাঁর কাছে কোনও খবর নেই - এই বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন অভিনেতা ৷
আরও পড়ুন:Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !